জমজমাট ২২ গজে আজ যেন দাদায়-রাজায় যুদ্ধ৷ আইপিএলে আজ শাহরুখের কলকাতার সঙ্গে মেন্টর সৌরভের দিল্লীর লড়াই৷
আইপিএলে বাদশা বনাম দাদার দলের প্রথম দ্বৈরথ দেখতেই প্রতীক্ষায় রয়েছেন রাজধানীর ক্রিকেটপ্রেমীরা। পর পর দু’ম্যাচ জিতে চার পয়েন্ট-সহ আইপিএলে শীর্ষে রয়েছে কেকেআর। অন্য দিকে, চেন্নাইয়ের কাছে হেরে এই মুহূর্তে দুই ম্যাচের পরে দু’পয়েন্ট-সহ পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে ঋষভ পন্থদের দিল্লি।
শনিবারের ম্যাচে মাঠে হাজির থাকলে শাহরুখকে দেখা যাবে গ্যালারিতে তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসেবে হাজির থাকবেন ডাগআউটে। এমন সম্ভাবনাই প্রবল।
দিল্লির ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলার মাঠে বল নিচু হয়। ব্যাটে আসে মন্থর গতিতে। সে প্রসঙ্গে দিল্লির অলরাউন্ডার ক্রিস মরিস বলছেন, ‘‘অন্য জায়গার উইকেটের সঙ্গে কোটলার উইকেটের তফাৎ হল, এই পিচ মন্থর। বল থমকে আসে। তবে কখনও কখনও বল ব্যাটে বেশ গতিতেই আসে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘হোম ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।’’
এ বার আইপিএলের প্রথম ম্যাচে চিদাম্বরম স্টেডিয়ামের মন্থর উইকেট নিয়ে প্রবল ঝড় উঠেছে সমালোচনার।সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গ উঠতেই নাম না করে ধোনিদের বিঁধেছেন কলকাতা নাইট রাইডার্স দলের ওপেনার। তাঁর মতে, মন্থর উইকেট স্পিনারদের পক্ষে ভাল হলেও ঘূর্ণি উইকেট কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্দেশ্যকে সফল করে না।