ভোট পরবর্তী দূষণ রুখতে অভিনব উদ্যোগ নিলেন কালনা পুরসভার তৃণমূল কর্মীরা। ভোট যতই এগিয়ে আসে ততই শহরের ফাঁকা দেওয়ালগুলো হয়ে ওঠে রাজনৈতিক ক্যানভাস। তাই কালনার মতন পর্যটনকেন্দ্রের ভোট পরবর্তী সময় দেওয়ালের দৃশ্য দূষণ রোখার দাবি জানিয়েছেন তৃণমূলের কর্মীরা। দেওয়াল লিখন নয়, কালনা শহরে ভোটের প্রচারে ব্যবহার করা হচ্ছে দলের প্রতীক, ছবি, কার্টুন, ছড়া ছাপানো ফ্লেক্স। ভোটে মিটে গেলেই আবার সেই ফ্লেক্সগুলি খুলে নেওয়া হবে। এই অভিনব উদ্যোগে খুশি শহরবাসী।
পুরসভার ১৮টি ওয়ার্ডে দেওয়ালের মাপ নিয়ে প্রায় ১০০টির মতো ফ্লেক্স লাগানো হয়েছে কালনায়। কালনা শহর ও পর্যটন কেন্দ্রের আশপাশের দেওয়ালগুলিতেই চুন, রঙের পরিবর্তে দেওয়ালে ফ্লেক্স সাঁটাচ্ছে তৃণমূল। কালনা পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ বলেন, “এই ফ্লেক্স দেওয়াল লিখনের থেকে অনেক বেশি উজ্জ্বল, মানুষকে আকৃষ্ট করে বেশি। তবে এর সব থেকে ভাল গুণ ভোট হয়ে গেলেই আমরা এগুলো দেওয়াল থেকে খুলে দিতে পারব। ঐতিহ্যের কালনার শহরে দৃশ্য দূষণ ঘটবে না”। যদিও চুন-রঙ থেকে ফ্লেক্সের খরচ বেশি হয় কিন্তু শহরের সৌন্দর্যায়নে এবং দৃশ্য দূষণ এড়াতে তাঁরা ফ্লেক্সে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে দাবি করছে তৃণমূল। ফ্লেক্স বলে যে দেওয়ালে লিখনের থেকে কম প্রভাব পড়ছে এমন নয়, বরং চকচকে ফ্লেক্সই বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।