গত আটমাস ধরে খড়দহ পুরসভার মানুষ গঙ্গার পরিশোধিত পানীয় জল পান করেছেন। ১৭৭ কোটি টাকা খরচ করে এই জলপ্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। নির্বাচনী প্রচারে এই প্রকল্পের সাফল্যকেই এবার তুলে ধরবে তৃণমূল।
কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন সৌগত রায় খড়দহ-টিটাগড়ে পানীয় জল প্রকল্প অনুমোদন করেন। খড়দহ পুরসভা এলাকায় ২২টি ওয়ার্ড আছে। মাটির নীচে পাম্পের সাহায্যে জল তুলে গোটা এলাকায় সরবরাহ করা হত। কিন্তু জলস্তর নেমে যাওয়াতে বাসিন্দারা জলকষ্টে ভুগছিলেন, তখনই এই প্রকল্প অনুমোদিত হয়।
খড়দহ শহর তৃণমূলের সভাপতি সুকণ্ঠ বণিক বলেন, “ পাম্পের সাহায্যে জল তুলে সরবরাহে কিছু সমস্যা হত তাই সৌগতদা এই প্রকল্প বাস্তবায়িত করেছেন। সিপিএমের মত ভোটের রাজনীতি করার জন্যে কোনও প্রকল্প শিলান্যাস করে ফেলে রাখি না আমরা। আমরা মানুষের জন্যেই কাজ করি। এই প্রকল্পের জন্যেই মানুষ আমাদের পক্ষে ভোট দেবেন বলে বিশ্বাস।