পাঁচ মিনিটও লাগল না। ৪ মিনিট ৩৫ সেকেন্ডেই বিজেপিকে ধুয়ে মুছে দিল তৃণমূল।
শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তৃণমূল সমর্থকদের প্রচারিত একটি ভিডিও। সেখানে তুলে ধরা হয়েছে গত পাঁচ বছরে মোদী-শাহদের কার্যকলাপ। করব বলেও তাঁদের না-করা কাজের ফিরিস্তি। বেছে বেছে তুলে আনা হয়েছে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে। বানচাল করে দেওয়া হয়েছে তাদের বাংলা দখলের গেমপ্ল্যান। দেওয়া হয়েছে পাল্টা হুঁশিয়ারি, ‘আগে দিল্লী পারলে সামলা/ তারপরে ভাববি বাংলা/ নাহলে হাতে ধরিয়ে গামলা/ বাংলা দেবে বিদায়’।
এই মুহূর্তে বিজেপির বাংলা দখলের পরিকল্পনার সামনে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির যে কোনও জনবিরোধী নীতির বিরুদ্ধে সবার আগে রুখে দাঁড়িয়েছেন মমতা এবং মমতার বাংলা। তাই স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরের রাগ মমতার ওপর। ভিডিওতে উঠে এসেছে সে কথাও। জানানো হয়েছে, ‘ওদের এত প্রবলেম হাওয়াই চটি নিয়ে/বসুক একবার পরিসংখ্যান নিয়ে’। তাইলেই তো বেরিয়ে আসবে আসল সত্য। কন্যাশ্রী পেয়েছে আন্তর্জাতিক সাফল্য, বেকার যুবকদের চাকরির জন্য মমতা এনেছেন যুবশ্রী প্রকল্প, কেন্দ্রীয় রিপোর্টে ১০০ দিনের কাজে পরপর তিনবার বাংলার মুকুটে উঠেছে সেরার শিরোপা, সারা দেশের কাছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং রেশন ব্যবস্থায় সারা দেশের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে করে তুলেছেন রোল মডেল।
কী ছিল না ভিডিও-তে! ফেক নিউজ থেকে ধর্মের নামে রাজনীতি হয়ে নীরব মোদী-বিজয় মালিয়া ঘোটালা ধরে রাফাল কেলেঙ্কারি টপকে কালো টাকা, সেনাদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট না কিনে বুলেট ট্রেনের ভাবনা – সব কিছু নিয়েই বিজেপিকে বিঁধেছে তৃণমূল সমর্থকদের এই ভিডিও। গোমাতা থেকে নোটবন্দীও বাদ যায় নি। লাভ জিহাদ থেকে রামমন্দিরও স্বমূর্তিতে হাজির। এসবের সঙ্গে আছে প্রত্যয়ী ঘোষণা – ‘এবার ২০১৯/ ৪২-এ ৪২/চোখ খুলে দেখে নিস/ ৪২-এ ৪২/কান খুলে শুনে নিস/ ৪২-এ ৪২/ সবুজ আবির মেখে নিস/ ৪২-এ ৪২’।
আসন্ন লোকসভায় শুধু বাংলা থেকেই নয়, গোটা দেশ থেকেই বিজেপির বিদায় আসন্ন। আর সেই বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যতই তৃণমূল কর্মীদের ভাঙিয়ে প্রার্থী করুক তাতে তৃণমূলের চুল পরিমাণ ক্ষতিসাধনও হবে না। সে কথা জানিয়েই ভিডিও-তে উদাত্ত বার্তা, ‘তোরা ভাঙবি যত/ গড়ব তত/ ফুটবে জোড়া ফুল/ রক্ত দিয়ে লিখে যাব/ আমরা তৃণমূল’।