সাধারণ মানুষের জন্যে কাজ নয় বরং মানুষের মনে ত্রাস সৃষ্টি করতে, মানুষকে হেয় করতে বিজেপির জুড়ি মেলা ভার। সেই ধারাই বজায় রাখলেন উত্তরপ্রদেশের আটাওয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রামশঙ্কর কাঠেরিয়া। প্রকাশ্য জনসভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে তিনি হুমকি দিলেন “আমাদের দিকে আঙুল তুললে, আঙুল একদম ভেঙে দেব।”
বৃহস্পতিবার তাঁর কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন রামশঙ্কর। সেখানেই তিনি বলেন, “যারা আমাদের দিকে ভ্রু কুঁচকে তাকাবে, তারা সমুচিত জবাব পেয়ে যাবে। এই সভামঞ্চ থেকেই ওই হুমকি দেন তিনি। যা নিয়ে নিন্দায় সরব বিরোধী শিবির থেকে সাধারণ মানুষ।
প্রায় আড়াই দশক পর এ বার বিজেপিকে ঠেকাতে দেশের সবচেয়ে বড় রাজ্যে জোট করেছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। বিজেপি নেতা আক্রমণ শানান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীর বিরুদ্ধেও। এই জোটকেই ‘স্বার্থের বন্ধন’ বলে কটাক্ষ করে মায়ার বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা। বলেন, “আমার বিরুদ্ধে ২৯টি মামলা করেছিলেন মায়াবতী। কিন্তু কিচ্ছু করতে পারেননি। পারেবনও না।”
এমন কুৎসিত মন্তব্য শুধু তিনি একাই করছেন না। তালিকায় আছেন বিজেপি-র বসিরহাটের প্রার্থী সায়ন্তন বসুও। ক’দিন আগেই বসিরহাটের সভা থেকে বুকে গুলি করার মতো কথা বলেছিলেন তিনি। তাঁকেও নোটিস দিয়েছে কমিশন। বিজেপির পরপর এরকম নিন্দনীয় আচরণে প্রশ্ন উঠছে যারা মানুষকে সম্মান জানাতেই পারে না তাঁরা আবার দেশ চালাবে কি?