গেরুয়া শিবিরের প্রার্থীকে লাল সেলাম জানাল বিজেপি কর্মীরা। ভারতী ঘোষের প্রচারে অত্যুৎসাহী কিছু কর্মী গলার শিরা ফুলিয়ে স্লোগান দিল, ‘ভারতীদি তোমায় জানাই লাল লাল লাল সেলাম।’ পাশে থাকা অন্যান্যরা সেই সুরে ‘লাল সেলাম–লাল সেলাম’ বলে সঙ্গতও দিলেন। এলাকার পুরনো বিজেপি নেতারা বলছেন, ওঁরা আগে বাম ছিলেন! আর নিন্দুকদের কথায়, স্বভাব যায় না মলে!
আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে ভারতী ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। এ দিন পিংলায় প্রচারে বেরিয়েছিলেন তিনি। সেখানেই প্রার্থীকে অভ্যর্থনা জানাতে গিয়ে শোনা গেল জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়ের সঙ্গে লাল সেলাম স্লোগানের যুগলবন্দীও।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় বামেদের ভোট হু হু করে বিজেপিতে যাচ্ছে। গত কয়েকটা নির্বাচন থেকেই সেটা স্পষ্ট। পঞ্চেয়েতে তৃণমূলকে ঠেকাতে রাম-বাম জোটও বেঁধেছে। লোকসভা ভোটের মুখে প্রতিদিন বহু বাম কর্মী-সমর্থক তৃণমূল-বিজেপিতে যোগ দিচ্ছেন। তাদেরই মজ্জায় থাকা স্লোগান এদিন মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের প্রচারে। এই ঘটনা থেকে স্পষ্ট বামেরা দ্রুত তাদের জমি হারাচ্ছে।
তবে লাল সেলাম স্লোগান শুনে ভারতী ঘোষের কেমন লাগল তা অবশ্য তিনি জানান নি। জিজ্ঞেস করা হলেও সোজা হেঁটে গাড়িতে উঠে যান। তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতি রাম-বাম যোগের অভিযোগই তুলেছেন। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ভারতী নন, ২৩ মে বিকেলে শেষ হাসি হাসবেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবই।’
