স্পেশাল অবজার্ভারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক করে ২০১৯ লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করেন মমতা। সেখানেই স্পেশাল অবজার্ভার নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার মানহানি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি, তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে বলেও তোপ দাগেন মমতা।
এদিন সাংবাদিক বৈঠকে একটি ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আরএসএস-এর অনুষ্ঠানে গিয়েছিলেন এক অফিসার। তিনি আজ স্পেশাল অবজার্ভার? এটা কোন গণতন্ত্র?’ প্রসঙ্গত প্রাক্তন আইপিএস কে কে শর্মা-কে স্পেশাল অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। কে কে শর্মা আরএসএস-এর সঙ্গে যুক্ত বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখিয়ে বলেন, ‘খাকি উর্দি পরে তিনি আরএসএস-এর অনুষ্ঠানে গিয়েছিলেন’।
খাকি উর্দির অবমাননা কড়া হচ্ছে বলেও এদিন সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন আইপিএসকে এভাবে স্পেশাল অবজার্ভার হিসেবে নিয়োগের ঘটনায় আপত্তি জানিয়ে রাজ্য সরকার কমিশনকেও চিঠি দিচ্ছে বলেও জানিয়েছেন মমতা।
