আসন্ন লোকসভা ভোটে নানারকম আকর্ষণীয় উপায়ে প্রচার চালাচ্ছে তৃণমূল। জনসংযোগে যাতে এত টুকুও গাফিলতি না হয় সেদিকে নজর রাখছে দল। এই প্রচারে আলাদা মাত্রা এনেছিল জোড়াফুল ছাপ দেওয়া শাড়ি এবং টিশার্ট। দলের তরফে এবং সাধারণ মানুষ দু’পক্ষেই এই শাড়ি এবং জামার চাহিদা তুঙ্গে। এবার বাজারে আসলো জোড়াফুল ছাপ দেওয়া মিষ্টি।
লোকসভা নির্বাচনের প্রচারের ধোঁয়া দিতে আসরে নেমেছে এই মিষ্টি। গোল গোল ক্ষীরমাখা মিষ্টি বুকে ধরে রেখেছে জোড়াফুল ‘চিহ্ন’। রিষড়ার এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী ভোটে নিয়ে এসেছেন এমনই হরেক রকমের মিষ্টি। স্বাদেও দেদার বৈচিত্র্য।
ওই মিষ্টান্ন প্রস্তুতকারী সংস্থার কর্ণধার অমিতাভ দে বলেন, ‘‘ক্রেতাকে নতুন কিছু উপহার দিতেই এই পরিকল্পনা। ৩০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত ওজনের মিষ্টি মিলবে। দাম ৩০ টাকা থেকে ৩০০ টাকা— ক্রেতা যেমন চাইবেন, তেমনই।’’এই মিষ্টিতে প্রধান উপাদান পেস্তা-বাদাম। ভোট রঙ্গের এই মিষ্টি খেতে পারবেন ডায়াবেটিসে আক্রান্তরাও— জানিয়েছেন অমিতাভ।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত এক সপ্তাহ ধরেই প্রচার সারছেন দোলের আবহে। মিষ্টি কথা জেনে তিনি খুশি। বলেন, ‘‘আমি তো মিষ্টি খেতে খুব ভালবাসি। দলীয় প্রতীক আঁকা মিষ্টি পেলে তো দারুন হবে। তা ছাড়া, ভোট মানে তো গণতন্ত্রের উৎসব। বাঙালির কোনও উৎসব কি মিষ্টি ছাড়া সম্পন্ন হয় নাকি!’’