প্রথম থেকেই বিরোধীদের অভিযোগ ছিল, নরেন্দ্র মোদীর বায়োপিক আসলে বিজেপির হয়ে প্রচার। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই এই ছবি বানানো হয়েছে। এই অভিযোগের পরেই ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবির চার প্রযোজককে নোটিস পাঠাল নির্বাচন কমিশন।
চলতি বছর লোকসভা নির্বাচনের ঠিক আগেই মোদিকে নিয়ে এই বায়োপিক মুক্তি পেতে চলেছে। গত সপ্তাহেই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে নরেন্দ্র মোদীর চরিত্রে দেখা গিয়েছে বিবেক ওবেরয়কে। কিন্তু এই ছবিটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই বানানো। এমনকী মোদীকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করার জন্যও এই ছবি প্রচারের কাজ করছে বলেও অভিযোগ করেন বিরোধীরা। তাঁদের কথায়, লোকসভা ভোটের পরই ছবিটি মুক্তি পেলে শ্রেয় হত। কারণ এই ছবিটি ভোটারদের প্রভাবিত করতে পারে। এই অভিযোগের পরই নির্বাচন কমিশন নোটিস পাঠায় ছবির প্রযোজকদের। ছবিতে প্রযোজনা করেছিলেন সুরেশ ওবেরয়, সন্দীপ সিং, আনন্দ পণ্ডিত এবং আচার্য মণিশ। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৫ এপ্রিল। কিন্তু পরে তারিখ বদলে তা ১২ এপ্রিল করা হয়। অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট শুরু ১১ এপ্রিল। ছবি মুক্তির দিনক্ষণ নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়তে হয় বিজেপিকে।
যদিও ছবির পরিচালক ওমাঙ্গ কুমার বি নিজেকে বাঁচানোর জন্য জানান, ছবির গোটা কলাকুশলী মিলে এই দিনটি ঠিক করেছে। তিনি বলেন, ‘এত তাড়াতাড়ি ছবি তৈরি ও মুক্তি করা সম্ভব। আমি খুব উত্তেজিত এ ধরনের একটা ছবি তৈরি করতে পেরে। যদিও বিভিন্ন রাজনৈতিক দল পরিচালকের এই মন্তব্যকে অজুহাত আখ্যা দিয়ে বলেন, এসব আসলে অজুহাত। বিজেপির প্রচার করাই এই ছবি বানানোর আসল উদ্দেশ্য। আর ভোটের মুখে এই ছবি মুক্তি করিয়ে ভোটারদের প্রভাবিত করতে চাইছে বিজেপি।
