আইপিএলের প্রথম ম্যাচের জয়ের ধারা অব্যাহত রাখল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্যাচেও সহজেই দিল্লী ক্যাপিট্যালসকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিল সিএসকে। গতকাল ফিরোজ শাহ কোটলায় চেন্নাই ৬ উইকেটে হারাল দিল্লীকে। চেন্নাইয়ের ব্যাটিং শক্তি যেরকম তাতে দিল্লীর রান টপকানো যে খুব কঠিন হবে না তখনই বোঝা গিয়েছিল কারণ, দিল্লি ২০ ওভারে ছয় উইকেটে তোলে ১৪৭ রান। শেষ দুই বল বাকি থাকতেই জয়ের রান (১৫০-৪) তুলে নিল চেন্নাই। ফিনিশার হিসেবে আবার জেতালেন ধোনি। ৩৫ বলে ৩২ রান করে নট ছিলেন তিনি। ধোনির সঙ্গে জুটি বাঁধেন কেদার যাদব (৩৪ বলে ২৭)। দ্বিতীয় ম্যাচে চেন্নাইকে জেতানোয় বড় অবদান ক্যারিবিয়ান ডোয়েন ব্র্যাভোর। চার ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। প্রথম ম্যাচে বিরাট কোহলিদের বিরুদ্ধে দুরন্ত ফর্মে থাকা হরভজন সিং এই ম্যাচে অবশ্য কোনও উইকেট পেলেন না। ইমরান তাহির পেয়েছেন এক উইকেট।
ঋষভ পন্থ রান না পাওয়ায় দিল্লী চাপে পড়ে গেছিল। প্রথম ম্যাচে ঝড় তুলেছিল ঋষভের ব্যাট। ২৭ বলে ৭৮ রান করে দিয়েছিলেন তিনি। মেরেছিলেন সাতটি চার, সাতটি ছয়। এই ম্যাচেও ঋষভ মারতে শুরু করেছিলেন। কিন্তু ১৩ বলে ২৫ রান করে ফিরে গেলেন ব্রাভোর বলে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে। শিখর ধাওয়ান অবশ্য এই ম্যাচেও রান পেয়েছেন। তবে ৫১ রান করে আউট হলেও ৪৭ বল খেলেছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেও ৪৩ রান করতে ৩৬ বল খেলেছিলেন শিখর। আরও দু-একটা ম্যাচ পর চেনা ছন্দে পাওয়া যাবে শিখরকে। অন্যদিকে আইপিএলে রানের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিশ্বকাপে চার নম্বরের দাবিদার হয়ে উঠতে পারেন রায়না। তবে বিশ্বকাপের টিম থেকে ক্রমশই দূরে যাচ্ছেন অম্বাতি রায়াডু। এ দিনও ব্যর্থ তিনি।