১২তম আইপিএলে প্রথম ম্যাচে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। দু’বার লিগ জেতা কলকাতা নাইট রাইডার্স এ বারও টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদার। দুই দলই তাদের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর। কেকেআর ঘরের মাঠে রবিবার হারিয়ে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। পাঞ্জাব জয়পুরে রাজস্থান রয়্যালসকে পরাস্ত করেছে। তাই আজ দুই দলের সাফল্য অনেকটাই নির্ভর করবে ক্যারিবিয়ানদের পারফরম্যান্সের উপর।
আজকের ম্যাচে নারাইন আদৌ খেলবেন কি না তা নিয়ে আশঙ্কা ছিল কেকেআর সমর্থকদের। কিন্তু গতকাল তাঁকে অনুশীলন দেখেই বোঝা গেল যে, তিনি সম্পূর্ণ সুস্থ। তাঁর আঙুলে আর কোনও ব্যথা নেই। সাংবাদিক বৈঠকে লকি ফার্গুসন বললেন, “আমি যতদূর জানি, নারাইন একেবারে সুস্থ। আশা করি, কাল ওর খেলতে কোনও অসুবিধা হবে না”। নারাইন খেললে কলকাতার বোলিং বিভাগের চাপ অনেকটাই কমে যাবে। কিন্তু বুধবারের ম্যাচে গেল যতক্ষণ না আউট হচ্ছেন, তাঁকে নিয়ে উদ্বেগ কমবে না কেকেআর শিবিরে। কেকেআরের আরেক শক্তি বলতে আন্দ্রে রাসেল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৯ বলে অপরাজিত ৪৯ রান করে দলকে জিতিয়েছিলেন। গতকাল ব্যাটিংয়ের পরেই চলে তাঁর স্প্রিন্টের মহড়া। লকি জানিয়ে দিলেন, “রাসেল অবিশ্বাস্য ইনিংস খেলেছে। এ রকম ব্যাটিং আমি সত্যি আগে কখনও দেখিনি”।
কেকেআরকে জেতাতে স্পিন ফিরিয়ে আনতে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন ক্যারিবিয়ান স্পিনার। মঙ্গলবারই যেমন নতুন অ্যাকশন আবিষ্কার করে ফেললেন। ডেলিভারির আগে কোমরের পিছনে হাত লুকিয়ে রাখছেন নারাইন। বল ছাড়ার আগে তাঁর হাত দেখার উপায় ব্যাটসম্যানের নেই। বল পড়ার আগে বোঝার উপায়ও নেই কোন দিকে তাঁর বল স্পিন করতে চলেছে। কেকেআর সূত্রে খবর, বিপক্ষে তাঁর ক্যারিবিয়ান সতীর্থকে পরাস্ত করার জন্যই নতুন ফাঁদ তৈরি করেছেন কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার।