ভোটের আগে নিজেদের হারানো জমি ফিরে পেতে গোটা গেরুয়া শিবির এখন ‘ম্যায় ভি চৌকিদার’ ক্যাম্পেনে সামিল হয়েছে। কিন্তু এরই মধ্যে ফের উঠল ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান। তবে এবার আর সংসদ কক্ষে বা কোনও রাজনৈতিক দলের জনসভায় নয়। স্লোগান উঠল আইপিএল ম্যাচ চলাকালীন, স্টেডিয়ামের গ্যালারিতেই! এবং সেই স্লোগান তুললেন আগত দর্শকরাই!
সোমবার জয়পুরে চলছিল আইপিএল-এর টানটান ম্যাচ, কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়ালস। পাঞ্জাবের নিকোলাস পুনন তখন ব্যাট করছেন। বল করছেন রাজস্থানের জয়দেব উনদকট। কিন্তু ‘চার ছক্কা হইহই’-এর বদলে গ্যালারি থেকে স্লোগান উঠল, ‘চৌকিদার চোর হ্যায়।’ ফলে নিমেষেই আইপিএলের মাঠে ঢুকে পড়ে ভোটের উত্তাপ। ইতিমধ্যেই একটি ২৪ সেকেন্ডের ভিডিও মাত করে দিচ্ছে ইউটিউব। যেখানে দেখা যাচ্ছে গ্যালারি ফেটে পড়ছে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানে।
উল্লেখ্য, পাঁচ বছর আগে ২০১৪-র আইপিএলে দেখা গেছিল অন্য ছবি। সেসময় গ্যালারি উদ্বেল হয়েছিল, ‘মোদী-মোদী’ চিৎকারে। আর এ বার ঠিক তার উল্টো। কয়েক মাস আগেই রাজস্থানের মসনদ খোয়াতে হয়েছে বিজেপি-কে। এবার সেখানকার ক্রিকেট স্টেডিয়ামের এই ঘটনা গেরুয়া শিবিরের চাপ আরও খানিকটা বাড়িয়ে দেবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটার হ্যান্ডেলে নিজের নামের আগে লিখে দিয়েছেন ‘চৌকিদার’। এরপরই তাঁর দেখাদেখি অমিত শাহ, রাজনাথ সিং থেকে শুরু করে বিজেপির সব কেন্দ্রীয় ও স্থানীয় নেতাই টুইটার প্রোফাইলে নিজের নামের আগে ‘চৌকিদার’ কথাটি বসিয়ে দিয়েছেন। প্রত্যেকেই এই বার্তা দিয়েছেন যে, ‘প্রধানমন্ত্রীর মতোই আমিও চৌকিদার।’
আর উল্টোদিকে দেখা যাচ্ছে এরই বিপরীত চিত্র। গোটা দেশের বিরোধীরা তুলছেন ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যেখানেই যাচ্ছেন মঞ্চ থেকে বলছেন ‘চৌকিদার’, নীচ থেকে জনতা চিৎকার করছে, ‘চোর হ্যায়।’ মালদহের চাঁচলেও দেখা গেছিল সেই ছবি। এবার রাজনীতির ময়দান পেরিয়ে তাঁর আঁচ এসে পড়ল খেলার ময়দানেও।