গেরুয়া শিবিরের গোরক্ষার জন্য এত বড় বড় কথা, কড়া আইন, কোথায় গেল? মোদী সরকার এবং ‘সেল্ফ স্টাইলড’ গোরক্ষকরা ডাহা ফেল করেছে কারণ, গত পাঁচ বছরে গো মাংস রফতানিতে ভারত গোটা বিশ্বে পয়লা নম্বরে। ২০১৩-১৪ আর্থিক বছরে ভারত থেকে গোমাংস রফতানি হয় ১৩ লক্ষ ৬৫ হাজার ৬৪৩ মেট্রিক টন। তারপর প্রধানমন্ত্রী হন মোদী। তিনি গোরক্ষকের ভূমিকা পালন করেছিলেন ঠিকই কিন্তু তাতে আদতে কিছু হয়েছে বলে মনে হয় না কারণ, তাঁর জমানার প্রথম বছরে গোমাংস রফতানির পরিমাণ বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৭৫ হাজার ৫৪০ মেট্রিক টন। বিগত ১০ বছরের মধ্যে যা ছিল সর্বোচ্চ।
২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে গো হত্যার অভিযোগে পিটিয়ে মারা হয় মহম্মদ আকলাখকে। তার ফলে উত্তরপ্রদেশে অনেক কসাইখানা বন্ধ হয়ে যায়। কৃষি ও প্রস্তুত খাদ্য পণ্য রফতানি কর্তৃপক্ষের (এপিডা) দেওয়া পরিসংখ্যান বলছে, তার জেরে সে বছর গো মাংস রফতানি ধাক্কা খেয়েছিল। যদিও এপিডা এবং ভারতের রফতানি বাণিজ্য ফেডারেশন জানাচ্ছে, গোমাংস রফতানির পরিমাণ বাড়লেও, তার থেকে আয় উল্লেখযোগ্য ভাবে কমেছে। কারণ, আন্তর্জাতিক বাজারে গোমাংসের দাম কমেছে। ২০১৭-১৮ আর্থিক বছরে গোমাংস রফতানি করে ভারতের আয় হয়েছে ২৫ হাজার কোটি টাকা। একসময় মোদী কংগ্রেস সরকারকে খোঁচা দিয়ে বলতেন, ‘ওঁদের সময় গোলাপি বিপ্লব হয়েছে’! কিন্তু স্বয়ং গোরক্ষক মোদী জমানায় গোমাতার রক্ষার কি হল!