টার্গেট ৪২-এ ৪২। আর সেই লক্ষ্যেই লোকসভা নির্বাচনের আগে ভিন রাজ্য থেকে প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে প্রথম দফা নির্বাচনের আগেই চন্দ্রবাবু নায়ডুর আমন্ত্রণে ৩১ মার্চ ভাইজ্যাগে যাচ্ছেন মমতা। ১ এপ্রিল সেখানে সভা করতে পারেন তিনি। এরপর ২ থেকে ৪ এপ্রিল যাবেন উত্তরবঙ্গের প্রচারে। সেখান থেকে আসামের ধুবড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যাবেন। সেখানে ৫ এপ্রিল সভা করতে পারেন মমতা।
তৃণমূল সূত্রে খবর, দেশের বিরোধী জোটের সঙ্গে লড়তেই ভিন রাজ্য থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইজন্যই চন্দ্রবাবুর আমন্ত্রণে ভাইজ্যাগ যাচ্ছেন তিনি। জানা গেছে, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রতি আসনে ২ টি করে সভা করবেন বাংলার অগ্নিকন্যা। অর্থাৎ ৪২ টি লোকসভা আসনে ৮৪ টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে কোনও কোনও আসনের জন্য সেই সংখ্যাটা বাড়তে পারে বলে জানা গেছে।
বাংলায় এবার সাত দফায় ভোট হবে। ১৯ মে শেষ দফার ভোট। তার আগে প্রচার চলবে ১৭ তারিখ পর্যন্ত। ২ তারিখ থেকে শুরু করে কমবেশি চল্লিশ দিন প্রায় একটানা প্রচার করবেন মমতা। সব মিলিয়ে প্রায় ৯০টি সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের জেলাওয়াড়ি পর্যবেক্ষকদের মতে, প্রতিটি লোকসভা আসনের জন্য দুটি করে সভা করবেন মমতা। তবে ভাল করে দেখলে বোঝা যাবে, কোনও কোনও লোকসভা কেন্দ্র কার্যত তিনটি করে সভার সুবিধা পাবেন। কারণ, পাশের লোকসভা আসনের দিদির সভার সুবিধা পেয়ে যাবে লাগোয়া কেন্দ্রগুলি।
