প্রার্থী নিয়ে ফের বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। বসিরহাট, বনগাঁর পর এবার উত্তর ২৪ পরগনার হাবড়ায়। বিজেপির ঘোষিত প্রার্থীকে নিয়ে অসন্তোষ প্রকাশ পেল বিজেপি কর্মীদের মধ্যেই। তার জেরে বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল। বারাসাতে তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বিপরীতে বিজেপি প্রার্থী করেছিলেন, মৃণালকান্তি দেবনাথকে। কিন্তু সোমবার সকাল থেকেই হাবড়া স্টেশনের নানা জায়গায় এই প্রার্থীর বিরোধিতা করে দলের নাম করেই পোস্টার লাগানো হয়েছে। তার মাঝে লেখা রয়েছে ‘বারাসাত লোকসভা কেন্দ্রে দলীয় কর্মী প্রার্থী না হলে ভোট এবার নোটাতে। মৃণাল দেবনাথকে একটি ভোটও নয়’। এবং নিচে লেখা প্রদীপ বন্দোপাধ্যায় (জেলা সভাপতি) জিন্দাবাদ।
এ ব্যাপারে বিজেপির জেলা সহসভাপতি বলেছেন, এও নাকি বিরোধীদের চক্রান্ত। কিন্তু এর উত্তর দিয়েছেন হাবড়া পুরসভার তৃণমূল নেতা নীলিমেশ দাস। তিনি বলেছেন, “বিজেপি আগে নিজেদের ঘর সামলাক”। হাবড়া স্টেশনে এমন পোস্টার দেখে বিভ্রান্তি সৃষ্টি হয় কর্মীদের একাংশের মধ্যে। তবে সাধারণ মানুষের অভিমত, এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল।