রবিবার গোটা বাঁকুড়া জুড়ে জোরকদমে প্রচার সারলেন বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পাশাপাশি ব্যস্ত রইলেন জেলা নেতৃত্বের সঙ্গে দলীয় বৈঠকে। গতকাল সকাল সকাল তিনি ঢাক এবং দলীয় কর্মীদের নিয়ে বেরিয়ে পড়েন শহরের নূতনচটি এলাকায়। অসময়ে ঢাকের শব্দ শুনে বাড়ির মা-বোনেরা বেরিয়ে আসতেই দেখেন ঘরের দুয়ারে স্বয়ং সুব্রত। তিনি তাঁদের প্রণামের ভঙ্গিতে হাতজোড় করে এগিয়ে আসেন নূতনচটির লক্ষ্মীমেলা মন্দিরে। আগেই খবর ছিল, সুব্রত ভোট প্রচারে আসতে পারেন। স্বভাবতই সেখানে কৌতূহলী কিছু মানুষ জড়ো হয়েছিলেন।
সুব্রত মন্দিরে এসে পৌঁছতেই উপস্থিত জনতার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তিনি সকলকে শান্ত থাকার অনুরোধ করে মন্দিরে প্রবেশ করেন এবং পুজো দেন। নিজের হাতে তিনি আরতিও করেন। সেখান থেকে তিনি যান আরেক জনপ্রিয় মন্দির নূতনচটি শ্মশান কালীমন্দিরে। সেখানেও উৎসাহ জনতার ঢল নামে। সুব্রত সেখানেও পুজো দেন। এরপর পুরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত ও কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে দীর্ঘক্ষণ প্রচার করেন।
এরপর জেলা তৃণমূল ভবনে জেলা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। দ্বিতীয় বৈঠকটি করেন তৃণমূল শিক্ষা সেলের সঙ্গে। এবং সুব্রতর শেষ বৈঠকটি ছিল ওয়েবকুটার জেলা কমিটির সদস্যদের সঙ্গে। সবকটি কমিটি থেকেই তাঁর প্রতি পূর্ণ আস্থা জানিয়ে আশ্বাস দেওয়া হয় যে, গতবারের চেয়ে আরও বেশি ব্যবধানে তৃণমূলকে জেতাতে তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করবেন। গতকাল বিকেল নাগাদ শহরের তাম্বুলিবাঁধ স্টেডিয়ামে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গিয়েও জনসংযোগ সারেন সুব্রত।
তিনি বলেন, আজই আমি আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছি। তিনি এ-ও জানান যে, তিনি যেখানেই যাচ্ছেন, বহু মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাচ্ছেন। জানা গেছে, আজ তিনি ব্লকগুলিতে ঘুরে ঘুরে প্রচার সারবেন। সকালের গন্তব্য ছাতনা ব্লক আর বিকালে তিনি যাবেন শালতোড়া ব্লকে।