বিজেপিতে যোগ দেওয়ার পরেই খগেন মুর্মুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন জেলা নেতৃত্ব। কিন্তু তারপরেও খগেনকে প্রার্থী করায় উত্তর মালদহের বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
খগেন যখন বিজেপিতে যোগ দিলেন তখনই চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছিল উত্তর মালদহের বিজেপি নেতৃত্ব। পড়েছিল পোস্টার। তাঁকেই প্রার্থী ঘোষণার পর খগেনের বিরুদ্ধে পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে উত্তর মালদহ। কোথাও লেখা, ‘ওর চার চারটে বউ, ওকে ভোট দেব না কেউ’ আবার কোথাও তাঁকে সরাসরি ‘জমি মাফিয়া’ বলেও উল্লেখ করা হয়েছে। আর এসব পোস্টার, হোর্ডিং দিয়েছে বিজেপি কর্মী-সমর্থকেরাই।
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত জেলায় ফেরেননি খগেন মুর্মু। এটাকেও ভালো চোখে দেখছেন না এলাকার বিজেপি কর্মীরা। তাঁদের মতে, ঠিক লোকসভা ভোটের আগেই ডিগবাজি খেয়ে ‘বাম’ ছেড়ে ‘রাম’-এর শরণ নিয়েছেন তিনি। হবিবপুরের সিপিএম বিধায়ক হয়েও লোকসভার টিকিট পাওয়ার আশায় বিজেপিতে যোগ দিয়েছেন খগেন মুর্মু। আর বিজেপির শীর্ষ নেতৃত্বও এহেন খগেনকে লোকসভার টিকিট দিয়েছে। কিন্তু যাই হোক, বিজেপি প্রার্থী হিসাবে খগেন মুর্মুকে মানছে না জেলার গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা। তাই ভোটও দেওয়া হবে না খগেনকে।
