সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল পটেল আলোচনায় বসতে রাজি হওয়ায় বিদ্রোহ ভুলে সুপার কাপ খেলতে রাজি হয় আই লিগের ক্লাব জোট। বৃহস্পতিবারই ফেডারেশনকে চিঠি দিয়ে তা জানিয়ে দিয়েছিল। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের অনিশ্চয়তা তৈরি হয়ে গেল প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে।
আই লিগের ক্লাব জোট বৃহস্পতিবারই ফেডারেশনকে অনুরোধ করে নতুন ক্রীড়াসূচি তৈরি করার। কারণ, মিনার্ভা এফসি, আইজল এফসি ও গোকুলম এফসি যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দল না নামানোয় ওয়াকওভার দিয়ে দেওয়া হয় পুণে সিটি এফসি, চেন্নাইয়িন এফসি ও দিল্লি ডায়নামোজ এফসি-কে। আই লিগের ক্লাব জোটের দাবি, সব দলকে নিয়ে নতুন করে প্রতিযোগিতা শুরু করতে হবে। কিন্তু এ বার বেঁকে বসেছে আইএসএলের দলগুলো। কোনও অবস্থাতেই রি-প্লে খেলতে রাজি নয় তাঁরা৷
শুক্রবার বিকেলে দিল্লি থেকে ফোনে ফেডারেশন সচিব বললেন, ‘‘ওয়াক ওভার দিয়ে দেওয়ার পরে কোনও দলকে ফের ম্যাচ খেলতে বলা অনৈতিক। মিনার্ভা, গোকুলম ও আইজলকে বাদ দিয়ে জোটের বাকি ক্লাবগুলোকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি, নতুন ক্রীড়াসূচি তৈরি করা সম্ভব নয়। রি-প্লেও দেওয়া হবে না।’’ ক্লাব জোটের কর্তারা কি রাজি? ফেডারেশন সচিব বললেন, ‘‘শনিবার বিকেল পাঁচটার মধ্যে ওঁদের জানাতে বলেছি সুপার কাপে খেলবে কি না।’’
ফেডারেশনের চিঠি পাওয়ার পরেই আলোচনা শুরু করেন আই লিগের ক্লাব জোটের কর্তারা। তাঁরা বললেন, ‘‘সর্বসম্মত ভাবেই সিদ্ধান্ত নিয়ে ফেডারেশনকে জানিয়ে দেওয়া হবে।’’ আই লিগের ক্লাব জোট যদি ফের না খেলার সিদ্ধান্ত নেয়? ফেডারেশন সচিব বলে দিলেন, ‘‘সে ক্ষেত্রে ওদের বাদ দিয়েই সুপার কাপ হবে। হয়তো কিছু পরিবর্তন করতে হবে ফর্ম্যাটে। তবে আমরা একেবারেই চিন্তিত নই। আইএসএলের ফ্র্যাঞ্চাইজি ছাড়াও ইন্ডিয়ান অ্যারোজ, রিয়াল কাশ্মীর এফসি রয়েছে।