বসিরহাটে বিজেপি প্রার্থী হিসাবে ‘বহিরাগত’ সায়ন্তন বসুকে মানা হবে না বলে পোস্টার দিলেন দলেরই কর্মী-সমর্থকেরা। সেখানে স্থানীয় নেতাকেই প্রার্থী করার দাবি জানিয়েছেন তাঁরা। এলাকার বিজেপি নেতা কর্মীদের সাফ কথা, আমাদের জেলায় শহুরে নেতাকে মানব না। তাই এলাকার নেতাকেই প্রার্থী করতে হবে।
বসিরহাটে সায়ন্তন বসুকে প্রার্থী করায় আরও একবার বিজেপির দলীয় কোন্দল প্রকাশ্যে চলে এল। সায়ন্তনের বিরুদ্ধে পোস্টার লাগালেন খোদ বিজেপি কর্মীরাই। সেখানে স্থানীয় নেতাকেই প্রার্থী করার দাবি জানিয়েছেন কর্মীরা। এমনকী প্রতিটি পোস্টারের নীচে লেখা, প্রচারেঃ বসিরহাট লোকসভা বিজেপি কর্মীবৃন্দ।
এর আগে অন্যান্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের বিরুদ্ধে পোস্টার ফেলেছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের প্রার্থী করা হলে ভোট দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিলেন তাঁরা। কিন্তু কর্মী-সমর্থকদের কথায় কান না দিয়ে প্রার্থী তালিকায় তাঁদের নামই সর্বাগ্রে উপস্থিত। এতেই বেজায় চটেছেন গেরুয়া শিবিরের নিচু তলার কর্মীরা। তাই দুলাল বর, খগেন মুর্মুদের পর এবার সরাসরি বিজেপি নেতা সায়ন্তন বসুর বিরুদ্ধে পোস্টার দিলেন তাঁদেরই দলের কর্মীরা। বহিরাগত হওয়ার কারণেই সায়ন্তনের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ। অবশ্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভ বাড়ছিল। বিজেপি নেতা সায়ন্তনের বিরুদ্ধে পোস্টার তাতে নতুন মাত্রা যোগ করল।
