বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। কোচবিহারে পার্টি অফিসে হামলা করেছে দলীয় কর্মী-সমর্থকেরা। প্রার্থী তালিকায় অসন্তোষ প্রকাশ করে পদত্যাগ করেছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজকমল পাঠক। এবার কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে হোর্ডিং-পোস্টার লাগালেন বিজেপির কর্মীরা।
কোচবিহারে নিশীথ প্রামানিককে প্রার্থী করা নিয়ে আরও একবার বিজেপির দলীয় কোন্দল প্রকাশ্যে চলে এল। নিশীথের বিরুদ্ধে পোস্টার লাগালেন খোদ বিজেপি কর্মীরাই। সেখানে স্থানীয় নেতাকেই প্রার্থী করার দাবি জানিয়েছেন কর্মীরা। এমনকী ‘বিজেপির নামে দিনহাটার স্মাগলারকে একটিও ভোট নয়’ বলেও পোস্টারে উল্লেখ করা হয়েছে। এখানেই শেষ নয়, স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হয় স্থানীয় নেতাকে প্রার্থী করতে হবে নয়তো ভোট যাবে নোটায়। প্রতিটি পোস্টারের নীচে লেখা, প্রচারেঃ বসিরহাট লোকসভা বিজেপি কর্মীবৃন্দ।
নিশীথকে প্রার্থী করা নিয়ে বিজেপির দলীয় কোন্দল অব্যাহত। কেন তৃণমূলের ‘ছাঁটাই’ নেতাকে বিজেপির প্রার্থী করা হল, তা নিয়ে দলীয় কার্যালয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মী সমর্থকরা। গণ ইস্তফার হুমকি দেন জেলা নেতাদের। নিশীথকে মানছে না দলের নেতাদের একাংশও। ইতিমধ্যেই জেলা নেতৃত্ব পাল্টা প্রার্থীর নামও ভেবে ফেলেছে। রাস্তা-ঘাটে ট্রেনের কামরায় পড়া এই পোস্টারে সেই মনোভাবেরই বহিঃপ্রকাশ বলে জানাচ্ছেন বিজেপি কর্মীদেরই একাংশ।
