১৪ ফেব্রুয়ারি ভয়াবহ আত্মঘাতী হামলায় ৪৪ জন জওয়ান শহিদ হন পুলওয়ামাতে৷ গোটা বিশ্ব উত্তাল হয়ে ওঠে এই ঘটনার পরে৷ তখন থেকেই এই হামলায় অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে৷ অবশেষে জইশের পুলওয়ামা কম্যান্ডার সন্দেহে গ্রেফতার সজ্জদ খান নামে এক ব্যক্তি। দিল্লি পুলিশ ওই জইশ-ই-মহম্মদ কম্যান্ডারকে গ্রেফতার করেছে।
পুলিশ জানতে পেরেছে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড মুদাসির আহমেদ খানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এই সজ্জদ খানের। গত ১১ মার্চ এনকাউন্টারে নিকেশ করা হয়েছে মুদাসির আহমেদ খানকে।
শুক্রবার দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে সজ্জদ খানকে৷ পুলওয়ামা হামলার ঠিক পরই খতম করা হয়েছে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড কামরান ওরফে আব্দুল রশিদ গাজীকে। ১৭ ঘণ্টার এনকাউন্টারে তিন জইশ জঙ্গিকে নিকেশ করেছিল সেনাবাহিনী।