হোলির শুভেচ্ছা জানিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন পাটনা সাহিবের সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এই নিয়ে একটি টুইটও করেন শত্রুঘ্ন। সেখানে লেখেন, আপনি চৌকিদার হলে দেশবাসীর অনেক প্রশ্নের জবাব দেওয়ার দায় আপনার ওপরে বর্তাবে।
মোদীকে তিনি শ্রীজি বলে সম্বোধন করেন। তিনি লিখেছেন, হ্যাপি হোলি টু ইউ, শ্রীজি! আমি একটা কথা আপনাকে বিনয়ের সঙ্গে কিন্তু দৃঢ়ভাবে মনে করিয়ে দিতে চাই। আপনি নিজেকে যদি চৌকিদার বলে দাবি করেন, তাহলে মানুষ আপনার থেকে অনেক প্রশ্নের জবাব চাইবে। রাফায়েল চুক্তি নিয়েও জানতে চাইবে।
বিরোধীরা যে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান দিয়েছে, তার জন্য ‘ক্ষমা’ চেয়ে নেন। শত্রুঘ্ন সেই প্রসঙ্গ তুলে বলেন, একটা কথা বলি স্যার। আপনি নাকি সারা দেশের চৌকিদারের সঙ্গে কথা বলেছেন। আপনি বলছেন, ২৫ লক্ষ মানুষের সঙ্গে কথা হয়েছে। কোথা থেকে সংখ্যাটি পেলেন জানি না। কিন্তু মানুষ চৌকিদারদের পছন্দ করেনি। কারণ তাদের অবস্থা মোটেই ভালো নয়।
বিরোধীরা বলেছেন, চৌকিদার বড়লোকদেরই থাকে। দেশের বেশিরভাগ মানুষ গরিব। তাদের চৌকিদার নিয়োগ করার ক্ষমতা নেই। মোদী আসলে ধনী ব্যবসায়ীদেরই চৌকিদার। শত্রুঘ্নও পরোক্ষে সেকথাই বলেছেন।
এবারের ভোটে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রধান ইস্যু রাফায়েল। তাদের দাবি, ফ্রান্স থেকে ৩৬ টি রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য যে চুক্তি হয়েছিল, তাতে স্বচ্ছতার অভাব আছে। সরকার অনেক বেশি দামে বিমানগুলি কিনছে। তাদের উদ্দেশ্য, মোদীর বন্ধু শিল্পপতি অনিল অম্বানিকে বিপুল পরিমাণ অর্থ পাইয়ে দেওয়া। বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে এদিন শত্রুঘ্ন টুইটে রাফায়েল চুক্তির কথা উল্লেখ করেছেন।