লোকসভা ভোটের দিকে তাকিয়ে মোদী সরকার দেখনদারির বাজেট করেছে, এই অভিযোগ আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রমাণ হয়ে গেল যে সেই অভিযোগ মোটেও ভুল নয়। জানা গেছে, বাজেটে ঘোষিত কৃষকদের আর্থিক সাহায্যের প্রথম কিস্তি পৌঁছায়নি প্রায় ৪ লক্ষ ১০ হাজার কৃষকের অ্যাকাউন্টে! অর্থাৎ ভোটের আগে জনগণের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে এটি আদতে একটি ‘জুমলা’ই ছিল।
কৃষকদের প্রথম কিস্তির টাকা না পাওয়ার অভিযোগ করে ইতিমধ্যেই সরকারকে কাঠগড়ায় তুলেছে সমাজবাদী পার্টি। পুরো ঘটনায় তদন্তের দাবি করেছেন, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সপা সুপ্রিমোর অভিযোগ, সরকারের গাফিলতির জন্যই সাহায্য থেকে বঞ্চিত হতে হচ্ছে কৃষকদের।
অন্তর্বর্তী বাজেটে কেন্দ্র প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প ঘোষণা করেছিল। তাতে কৃষকদের বছরে ছ’হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। যে সমস্ত মাঝারি ও ক্ষুদ্র কৃষকের দু’হেক্টর পর্যন্ত জমি রয়েছে, তেমন ১২ কোটি কৃষককে তিন কিস্তিতে এই টাকা দেওয়ার কথা। চলতি বছরের জন্য সরকার এই খাতে কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দও করেছে। ৭ মার্চ পর্যন্ত ২.১৮ কোটি কৃষককে ৪,৩৬৬ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
বিরোধীদের অভিযোগ, অর্থমন্ত্রী মুখে এমন দাবি করলেও অন্তত ৪ লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় থাকলেও তাঁরা সুবিধা পাননি। প্রথম কিস্তির ২ হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। এই অভিযোগ স্বীকার করে নিয়েছে সরকারপক্ষও। অর্থমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘২ কোটি ৭৫ লক্ষ মানুষের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তাঁর মধ্যে মাত্র ৪ লক্ষ ১০ হাজার কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।’