আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট বাহিনী প্রায় চূড়ান্ত। ভারতের ক্যাপ্টেন বিরাত কোহলি এবং কোচ রবি শাস্ত্রী ব্যাটিং অর্ডারে চার নম্বরে কাকে রাখবেন তা এখনও ঠিক করে উঠতে পারেননি। তামিলনাড়ুর পেস অলরাউন্ডার বিজয় শঙ্করের পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্ট। চার নম্বরে তাঁর নাম আলোচনায় রয়েছে। অম্বাতি রায়াডু প্রথম পছন্দ হলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ভালো খেলার সুবাদে বিজয় শঙ্করও লড়াইয়ে আছেন। বিগত কয়েকটি সিরিজে এই চার নম্বর নিয়েই বেশি পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। কিন্তু টিম ম্যানেজমেন্ট কিছুতেই সন্তুষ্ট হতে পারেনি। তবে রায়াডুকে বিজয় কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘জাতীয় নির্বাচকরা আইপিএলে বিজয় শঙ্করের উপর নজর রাখবেন। আইপিএলে যদি বিজয় ভালো পারফর্ম করে, তাহলে ইংল্যান্ড উড়ে যাওয়ার টিকিট পেয়ে যেতে পারেন। কারণ, অম্বাতি রায়াডু একেবারেই ফর্মে নেই। পরিসংখ্যান বলছে রায়াডু বড় রান করেছে দুর্বল প্রতিপক্ষ জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে’।
বিজয় শঙ্করের ব্যাটিং টেকনিক যথেষ্ট ইতিবাচক। প্রয়োজনে তিনি চালিয়ে যেমন খেলতে পারেন, তেমনি ইনিংস গড়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেন। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘বিজয় শঙ্করের ইতিবাচক দিক হল ও স্ট্রাইক রোটেট করে খেলতে পারে। আর ওর নেতিবাচক দিক হল, মাত্র ন’টি ওয়ান ডে খেলেছে। তাই বিজয় শঙ্করকে নেওয়ার ঝুঁকি কি নেবে টিম ম্যানেজমেন্ট? আইপিএলে কিছু ম্যাচ দেখার পরেই হয়তো ছবিটা পরিস্কার হবে।’ তবে কোচ রবি শাস্ত্রী ইঙ্গিত দিয়েছেন, যদি প্রয়োজন পরে তবেই বিরাট কোহলি চার নম্বরে ব্যাট করবেন। সেক্ষেত্রে লোকেশ রাহুলকে তিন নম্বরে খেলতে দেখা যেতে পারে।