আগামী ২৩ মার্চ শুরু হতে চলেছে আইপিএল। তবে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার জেরে ৪০ জন শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর জন্য বাতিল হয়েছিল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গী হামলার পর গোটা দেশ শোকস্তব্ধ। বিসিসআই-এর তরফে জানানো হয়েছিল, ‘এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে যে অর্থ খরচ হত সেটাই এবার তুলে দেওয়া হবে সেনা তহবিলে’। তাই আইপিএলের উদ্বোধনে ভারতীয় সেনাকে সম্মান প্রদর্শনের জন্য অন্যরকম ভাবে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে আইপিএল আয়োজক কমিটি।
এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে মিলিটারি ব্যান্ড। আইপিএল কমিটির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনাবাহিনীর প্রতি সম্মানজ্ঞাপনেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বোর্ডের সিওএ সদস্য ও ক্রিকেটাররা এই অনুষ্ঠানে হাজির থাকবেন।
আইপিএলের আয়োজক কমিটি সেনাবাহিনীর প্রতি এমন অনন্য সম্মানজ্ঞাপনের জন্য ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের দ্বারা পরিচালিত এই মিলিটারি ব্যান্ড চেন্নাইয়ের এম এ চিদ্মবরম স্টেডিয়ামে পারফর্ম করবে। আগামী শনিবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে ধোনির চেন্নাই ও কোহলির বেঙ্গালুরু। তার আগে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিটারি ব্যান্ড-এর পারফরম্যান্স। ব্যান্ডের অনুষ্ঠান উপভোগ করার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এই মরশুমের আইপিএলের প্রথম ম্যাচ হতে চলেছে টানটান উত্তেজনাপূর্ণ।