আসন্ন নির্বাচনে এম থ্রি প্রযুক্তির ইভিএম মেশিনে ভোট নেওয়া হবে। সেই সঙ্গে বাংলার প্রতিটি বুথে থাকবে ভিভিপ্যাট। ভোট জালিয়াতির অভিযোগ রুখতেই এবার এই উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ইভিএম মেশিনে কি করে ভোট দিতে হবে তা সাধারণ মানুষকে বোঝানোর জন্য ভোটারদের হাতে কলমে শেখানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর জন্য আজ ও কাল রাজ্যের সব বুথে ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন প্রদর্শন করা হবে। বেলা ১১টার পর থেকে প্রতি বুথে এসে তা দেখতে পারবেন ভোটাররা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনের প্রদর্শন হবে। বোঝানো হবে বিশেষভাবে সক্ষম ভোটারদের।
এবার ভোটের জন্য রাজ্যে বিশেষ পর্যবেক্ষক আসতে পারেন। প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের জন্য ৭ জন হিসেব সংক্রান্ত পর্যবেক্ষক থাকবেন। ইতিমিধ্যেই ২ জন এসে গিয়েছেন। প্রথম পর্যায়ের ভোটের মনোনয়নপত্র সোমবার থেকে নেওয়া শুরু হয়েছে। ২৫ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। ২৬ মার্চ মনোনয়ন স্ক্রুটিনি করা হবে। ২৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
এবার কমিশন প্রার্থী ও রাজনৈতিক দলের টাকা খরচের ক্ষেত্রে বিশেষ নজর দেবে কমিশন। অতিরিক্ত সিইও সঞ্জয় বসু বলেন, “আলিপুরদুয়ারের জয়গাঁওয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৫৪ লক্ষ ৮৭ হাজার ৮০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যথোপযুক্ত প্রমাণ ছাড়া টাকা নিয়ে ঘোরা যাবে না। টাকার উৎস দেখাতে হবে”।