নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। ফলে কোনও নতুন প্রকল্পের প্রচার বা সূচনা এখন বিধির আওতায়। কিন্তু এর ফলে সাধারণ গরিব মানুষ অসুবিধায় পড়েছেন। তাই অভাবী মানুষের সুবিধার্থে সরকারি প্রকল্পগুলি চালু রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগামী বৃহস্পতিবার দোল উপলক্ষ্যে সাধারণ মানুষকে শুভেচ্ছাও জানিয়েছেন মমতা।
সোমবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইলেকশনের নামে বিভিন্ন প্রকল্পের টাকা বা পরিষেবা দেওয়া বন্ধ হয়ে গেলে গরিব মানুষের ক্ষতি হবে। আমরা চাই মানুষ যেন বঞ্চিত না হয়। যেসব প্রকল্প নির্বাচনের আগে শুরু হয়েছে, সেগুলো যেন বন্ধ না হয়। নির্বাচন কমিশনের কাছে তাই অনুরোধ করেছি। কৃষক বন্ধু, রূপশ্রী, সমব্যথী, স্বাস্থ্য সাথী-সহ অনেক প্রকল্প চালু থাকুক, এটাই চাই।’
কৃষকদের পাশে দাঁড়াতে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে ৬০০০ টাকা করে কৃষকদের দেওয়ার কথা। পাশাপাশি, এবার আলুর উত্পাদন অধিক হওয়ায় সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে আলু কেনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কোনও কোনও জায়গায় সেই আলু কেনা শুরু হলেও, নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই কৃষকদের কাছ থেকে সেই আলু কেনাও স্থগিত হয়ে গিয়েছে। সেই জন্যেও কমিশন এর অনুমতি চেয়েছে রাজ্য। পাশাপাশি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের ব্যাপারে অনুমতি চেয়েও কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্য।
