তিনি টলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। তিনি লোকসভা ভোটে শাসকদলের তৃণমূলের প্রার্থী। তিনি অভিনেত্রী মিমি চক্রবর্তী। সপ্তদশ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তৃণমূল প্রার্থী ঘোষণা করতেই হই হই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। নিঃসন্দেহে এবারের লোকসভা নির্বাচনে অভিনেত্রী মিমি ও নুসরতকে প্রার্থী তৃণমূলের বড় ‘তারকা চমক’। ইতিমধ্যেই তিনি নেমে পড়েছেন প্রচারে। তবে ভোট নয়, ঘরের মেয়ে হয়ে উঠতে চাইছেন তিনি।
বারুইপুরের মল্লিকপুরে তৃণমূল কংগ্রেস আয়োজিত একটি রক্তদান–শিবিরেও যোগ দেন মিমি। রক্তদান–শিবিরে সেখানে তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কাউকে-ই নিরাশ করেননি মিমি। হাসিমুখে মেটালেন আবদার। নিজেও তিনি সাধারণ মানুষের সঙ্গে সেলফি তোলেন। বিকেলে বারুইপুরে প্রচারে নামেন মিমি। কিন্তু অত্যধিক ভিড়ের কারণে মিছিল বাতিল করে দিতে হয়।
গতকাল বারুইপুরের রবীন্দ্রভবনে কর্মিসভায় যোগ দেন তৃণমূল কংগ্রেসের যাদবপুর প্রার্থী। সেখানেই ধরা পড়ল টগবগে আত্মবিশ্বাস। গলায় ভোট জয়ের টার্গেট। তবে ‘ভোট’ চাইছেন না মিমি! নিজেকে ‘মেয়ের মতো’ বলে দাবি করে ‘আশীর্বাদের আবদার’ করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছেন। সবার কাছে আমি মেয়ের মতো। সবার কাছেই তাই আশীর্বাদ চাইছি। আশীর্বাদ করবেন।”
অভিনেত্রী হিসেবে তিনি ‘সুন্দরী’, তিনি ‘হটেস্ট’। কিন্তু তাতে কি? গরমে তাঁর কোনও সমস্যা-ই নেই। মিমি বলেন, “গরমে যথেষ্ট অভ্যাস আছে। শুটিং করতে তো ঠান্ডা-গরম দেখা হয় না। দিন বা রাত, গরমেও শুটিং করেছি। কলকাতার গরমের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। ভোটের প্রচারে গরম তাই কোনও সমস্যা-ই নয়। আসল ব্যাপার হল সুস্থ থাকা।”
গতকাল মিমি আসছেন জানতে পেরেই রবীন্দ্র ভবনে তৃণমূল কর্মী এবং সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে৷ সেলফিতে নিজের সঙ্গে মিমিকে বন্দী করে রাখতে চান৷ মিমি সকলের উদ্দেশ্যে বলেন, “আমাকে ঘিরে সকলের এত উদ্দীপনা খুব ভাল লাগছে৷ মানুষ ভরসা রাখলে অনেক কাজ করতে চাই৷ গতকাল মিমি মল্লিকপুরে একটি রাজনৈতিক সম্মেলনেও যান৷