লোকসভা ভোটের বাদ্য বেজে উঠেছে৷ ৪২-এ ৪২ করার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীরা নেমে পড়েছেন ভোটযুদ্ধে৷ তৃণমূলের পক্ষ থেকে তাই কর্মীদের নির্দেশ দেওয়া হল একসঙ্গে একজোট হয়ে কাজ করার৷
নেতারা জানিয়েছেন, দলের পুরনো এবং বসে যাওয়া নেতাকর্মীদের ভোটের কাজে নামাতে হবে৷ নিজেদের মধ্যে ঝগড়া মারামারি এরকম কোনও অন্যায় কাজ বরদাস্ত করা হবেনা৷ দলবিরোধী কোনও কাজ হলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা৷ দলের জেলা সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ, দীর্ঘদিনের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বা জেলার তিন বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্বে থাকা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলরা দলের ছোটবড় সভায় হাতেহাতে মিলিয়ে কাজ করার কথা বলেছেন৷
দলীয় সূত্রে খবর, যে বুথে লিড পাওয়া যাবেনা, সেই বুথ কমিটির সভাপতিকে সরিয়ে দেওয়া হবে৷ অন্তর্ঘাতের চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা৷ দলকে বিপাকে ফেলার চেষ্টা করলে ধার্য হবে কঠোর শাস্তি৷ মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, “কেউ যদি ভেবে থাকেন আমি তালেবর হয়ে গিয়েছি ভুল করবেন৷ মুখ্যমন্ত্রীর ছবি আর ঘাসফুলের পতাকাটা সরিয়ে নিলে কোনও মূল্যই থাকবে না”৷
এবারের লোকসভা ভোটে পূর্ব বর্ধমান জেলার ১৬টি বুথেই মার্জিন বৃদ্ধির লক্ষ্য নিয়েছে তৃণমূল৷ অন্যদিকে গত বিধানসভা ভোটে হেরে যাওয়া পূর্বস্থলী উত্তর কেন্দ্রটিতে যাতে বড় মার্জিনে যেতা যায় সেই দিকেও তৎপর হয়েছে দল৷ লক্ষ্য রাখা হয়েছে প্রতিটি কেন্দ্রেই৷ প্রত্যেক জায়গার সুবিধা অসুবিধার ওপর নজর রাখা হচ্ছে৷ তাই কর্মীদের একত্রিত হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে৷