‘আমিও চৌকিদার’। এই স্লোগান তুলেই প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামাম বিজেপির নেতা-মন্ত্রীরা সোশ্যাল মিডিয়ায় নিজের নামের আগে ‘চৌকিদার’ লিখে ফেলেছেন। ঠিক তখনই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র নজীব আহমেদের মা প্রশ্ন তুললেন, ‘চৌকিদার আমার ছেলে কোথায়?’
মাইক্রো বায়োলজির স্নাতকোত্তর স্তরের ছাত্র হিসেবে জেএনইউয়ে যোগ দিয়েছিলেন নজীব। থাকতেন বিশ্ববিদ্যালয়ের ‘মাহি মান্ডভি হোস্টেলে’। কিন্তু বছর তিনেক আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান নজীব। তাঁর মা ফতেমা নাফিসের অভিযোগ, ছেলে নিখোঁজ হওয়ার পিছনে হাত রয়েছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। সিবিআই অবশ্য তদন্তে নেমে নাজিবের কোনও খোঁজই পায়নি বলে দাবি করেছে। তিন বছর ধরে ছেলেকে হারিয়ে উৎকণ্ঠা আর কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন ফতেমা। এর মধ্যেই ভোট-বাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে ‘সজাগ চৌকিদার’ হিসেবে প্রচার করতে শুরু করেছেন, তখনই ‘হ্যাশট্যাগ হোয়ারইজনজীব’ লিখে ফতেমার টুইট-প্রশ্ন, ‘আপনি যদি চৌকিদার হন, তা হলে বলুন আমার ছেলে নজীব কোথায়? এবিভিপির গুন্ডারা কেন গ্রেফতার হল না? প্রথম সারির তিনটি তদন্তকারী সংস্থা আমার ছেলেকে খুঁজে বার করতে ব্যর্থ হল কেন?’
ফতেমার এই টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন আমজনতা। সমাজসেবী দানিশ নিসার টুইটে লিখেছেন, ‘আজ সকলে বলছেন আমিও চৌকিদার, সেই সময় দেশের চৌকিদার কোথায় ছিলেন, যখন তাঁর নাকের ডগা থেকে এক মায়ের সন্তান নিখোঁজ হয়ে গিয়েছিল?’ আরেকজনের টুইট, ‘যিনি নিজেকে সজাগ চৌকিদার বলছেন, তাঁর কাছে কি জেএনইউ থেকে ২৯ মাস আগে নিখোঁজ হওয়া এক ছাত্রের মায়ের প্রশ্নের কোনও উত্তর আছে?’ কেউ লিখেছেন, ‘মিস্টার চৌকিদার, নজীব কোথায়? মা, স্ত্রী, ছেলের জন্য ভালবাসা আপনার মতো অনুভূতিহীন ব্যক্তি বুঝবেন না’। সব মিলিয়ে এক অসহায় মায়ের প্রশ্নে জোর ধাক্কা খেলেন দেশের ‘সজাগ চৌকিদার’।
