দিন কয়েক আগেই ইউকে ডেইলি টেলিগ্রাফ প্রকাশিত এক ভিডিও মারফত জানা গেছে, লন্ডনে বহাল তবিয়তেই রয়েছেন পিএনবি কান্ডে অভিযুক্ত ফেরার হীরে ব্যবসায়ী নীরব মোদী। এবার সেই নীরবকেই টুইটারে ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! আসলে মোদীর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ‘ম্যায় ভি চৌকিদার’ প্রচার চলছিল। আর দেখা যায়, এই প্রচার চলাকালীন একাধিক ভুয়ো অ্যাকাউন্টে ট্যাগ হয়ে যায় তাঁর টুইটগুলি। নীরব মোদী থেকে লালু প্রসাদের নামে তৈরি বিভিন্ন ভুয়ো ও ফ্যানবেস প্রোফাইলে ট্যাগ হতে থাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে করা টুইট। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুরু হয়েছে ট্রোলের বন্যাও।
প্রসঙ্গত, এক টুইট বার্তায় মোদী সকলকে আহ্বান জানান দুর্নীতি, নোংরা, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াইয়ে। আর সেই কাজে তিনি নিজেও যে ব্রতী তাও জানান নিজেকে ‘চৌকিদার’ এর তকমা দিয়ে। এরপরই মোদীর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একের পর এক অটোমেটেড টুইট যেতে থাকে বিভিন্ন ফেক প্রোফাইল ট্যাগ করে। মোদীর অ্যাকাউন্ট থেকে নীরব মোদীর প্রতি যে বার্তা দেওয়া হয়, সেখানে লেখা, ‘প্রিয় নীরব তোমাকে ধন্যবাদ, ম্যায় ভি চৌকিদার মুভমেন্টকে আরো পোক্ত করার জন্য।..’ পাশাপাশি, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এও লেখা হয় যে, দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নীরব মোদীর সহযোগিতার জন্য ধন্যবাদ। তবে সবচেয়ে মজার কথা, মোদীর টুইট বিভ্রাটের পর, নীরব মোদীর ভুয়ো অ্যাকাউন্ট থেকে প্রত্যুত্তর আসে যে, ‘তাহলে কি আমি ঋণ মাফ হয়ে গিয়েছে ধরে নেব?’ এরপরই ট্রোলের ঝড় ওঠে টুইটারে। ফলে সবমিলিয়ে লোকসভা নির্বাচনের আগে আবারও ব্যাকফুটে গেরুয়া শিবির।