গত সপ্তাহেই ভোট ঘোষণা ও নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপর থেকেই গোটা দেশের পাশাপাশি বাংলাতেও প্রচারের ঢাকে কাঠি দিয়ে ভোটযুদ্ধে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। তবে এর মধ্যেই বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে এজেন্টদের কিনে নেওয়ার অভিযোগ উঠল। আর তা প্রকাশ্যে আনল তৃণমূল। তাদের অভিযোগ, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে টাকা দিয়ে হাওড়ার তৃণমূল কংগ্রেস এজেন্টদের কিনে নেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির।
ভোটের প্রস্তুতি নিয়ে জেলা কমিটির বৈঠকের পর সমবায় মন্ত্রী তথা জেলা সদর সভাপতি অরূপ রায় বলেন, ‘এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ ছাড়াও নানারকম নোংরা টাকার খেলা খেলছে বিজেপি। কলকাতা এবং বিভিন্ন জায়গা থেকে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে তৃণমূল এজেন্টদের কেনার চেষ্টা করছে তারা।’
এ ব্যাপারে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও পুলিশকে অভিযোগ জানানো হবে। পাশাপাশি সব বাধা কাটিয়ে শুধুমাত্র উন্নয়নকে হাতিয়ার করেই গতবারের থেকেও বেশি মার্জিনে হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতবে বলেই সাফ জানিয়েছেন অরূপ রায়। বিজেপি যতই কালো টাকা দিয়ে এজেন্টদের কেনার চেষ্টা করুক, গতবারের এক লক্ষ নব্বই হাজারের মার্জিন ছাড়িয়ে এই ভোটে তা দু’লক্ষ হবে বলেই জানিয়েছে তৃণমূল।