নজিরবিহীন ভাবে এবার দীর্ঘ সাত দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ থেকেই চলে আসছে আধা-সামরিক বাহিনী। আর এর জেরে ক্ষতিগ্রস্ত হতে চলেছে বিভিন্ন বিদ্যালয়ের পঠন-পাঠন। কারণ নানা স্কুলে বাহিনী থাকবে।
দফায় দফায় এই ভাবে পাঠ ব্যাহত হওয়াতে ক্ষুব্ধ শিক্ষক মহল। প্রশ্ন উঠেছে, এত দফায় যখন ভোট চলবেই, তখন স্কুলভবনকে রেহাই দিয়ে কেন্দ্র অন্য কোথাও কেন বাহিনী রাখছেনা? যদিও এই কেন্দ্র কিংবা নির্বাচন কমিশন কেউ এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি।
হাওড়ার বালিটিকুরি মুক্তারাম দে হাইস্কুলের শিক্ষক তথা তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির প্রেসিডেন্ট দিব্যেন্দু মুখোপাধ্যায় জানান, বিকল্প হিসাবে তো অন্য কোথাও কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা যেত, তা হলে অন্তত পঠন পাঠনের ক্ষতি এড়ানো যেত।