সংসদে প্রতিনিধিত্ব করার মতো প্রার্থী বিজেপিতে নেই। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে এ কথা স্বীকার করে নিলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এমনকী এই কারণেই অন্য দল থেকে তাঁদের প্রার্থী ভাঙিয়ে আনতে হচ্ছে বলেও মেনে নিয়েছেন দিলীপ। এই কারণেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশে দেরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য দিলীপ ঘোষ বলেন, ‘পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার মতো সত্যিই আমাদের আমাদের তেমন প্রার্থী নেই। আসলে বিজেপিতে যোগ্য প্রার্থীর অভাব রয়েছে। আর সেই কারণেই অন্য দল থেকে প্রার্থীদের ভাঙিয়ে নিয়ে আসতে হচ্ছে’।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দিলীপ ঘোষের এই মন্তব্যে নিজেদের দীনতাই প্রকাশ করে ফেলল বঙ্গ বিজেপি। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলি যে গেরুয়া শিবিরের থেকে অনেক এগিয়ে এই মন্তব্য করে সেটাও পরোক্ষে স্বীকার করে নিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। আর এই কারণেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণার ৫ দিন পরেও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি বিজেপি।
