বৃহস্পতিবার সন্ধেবেলা ব্যস্ত সময়ে মম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস রেল স্টেশনের কাছে ভেঙে পড়ে একটি ওভারব্রিজ। এই দুর্ঘটনায় দুই মহিলা সহ ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। উদ্ধারকাজ শুরু করেছে মুম্বই পুলিশ। এই ব্রিজ ধরেই মুম্বই হামলার সময়ে কামা হাসপাতালের উদ্দেশ্যে গেছিল কাসভ।
২০০৮ সালের নভেম্বরের ২৬ তারিখে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের যাত্রী প্রতীক্ষালয়ে তখন শুধুই রক্ত আর চিৎকার। দুই যুবকের একে ৪৭-এ ঝাঁঝরা হয়ে গিয়েছেন ৫৮জন। আহত হয়ে কাতরাচ্ছেন আরও ১০৪ জন। আর তখন একে ৪৭ হাতে দুই যুবক এক ফুটওভারব্রিজ দিয়ে রাস্তা পেরিয়ে চলেছে পাশের কামা হাসপাতালের উদ্দেশে। সেই অভিশপ্ত বৃহস্পতিবারে সিএসটি স্টেশনের কাছে ভেঙে পড়া ফুটওভারব্রিজ ধরেই সেদিন স্টেশন থেকে বেরিয়েছিল আজমল কাসভ ও ইসমাইল খান। ২৬/১১-এর মুম্বই হামলার অন্যতম দুই জঙ্গি।
দুই জঙ্গি আজমল কাসভ ও ইসমাইল খান হাতে একে–৪৭ রাইফেল নিয়ে ঢুকেছিল ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলস্টেশনে। লক্ষ্য ছিল স্টেশনে যাত্রীরা। সেই মতো স্টেশনের প্যাসেঞ্জার হলে গিয়ে অপেক্ষারত যাত্রীদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল ওই দু’জনে। নিক্ষেপ করেছিল বিস্ফোরণ। রক্তাক্ত হয়ে গিয়েছিল গোটা স্টেশন চত্ত্বর। সেই সময় মুম্বইয়ের এই ফুট ওভারব্রিজটি তারা ব্যবহার করেছিল। এই ব্রিজ পেরিয়ে যাওয়ার সময়ই মুম্বইয়ের চিত্রসাংবাদিক সেবাস্টিয়ান ডি’সুজা ছবি তুলে রাখেন কাসভের। পরে এই ছবি দেখে তাকে চিনতে সুবিধা হয়েছিল। তার পর থেকেই মুম্বইয়ের এই হিমালয় ব্রিজটি ‘কাসব ব্রিজ’ নামেই জনপ্রিয় হয়। সকলে এই ব্রিজটিকে ‘কাসভ ব্রিজ’ নামেই চিনত। মুম্বই হামলার পর এই আজমল কাসভকেই একমাত্র জীবিত অবস্থায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল। পরে, বিচারে তার ফাঁসির সাজা হয়।
১৯৮৪ সালে তৈরি করা হয় এই ফুট ওভারব্রিজ। সিএসটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাস্তা পেরিয়ে টাইমস অফ ইন্ডিয়া বিল্ডিং পর্যন্ত গিয়েছে এই ব্রিজ। যাতায়াতের সুবিধার জন্য অনেকেই এই ব্রিজ ব্যবহার করতেন। ফলে প্রায় সবসময়ই লোক থাকত সেখানে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সকাল থেকেই ব্রিজের একটা অংশে মেরামতির কাজ চলছিল। কিন্তু তারপরেও যাতায়াত বন্ধ করা হয়নি। ২৬ তারিখে অনেক রাত হয়ে যাওয়াতে ওভারব্রিজের উপর লোক ছিল না। ফলে সহজেই স্টেশন থেকে বেরিয়ে আসতে পেরেছিল কাসভরা । কিন্তু এ দিন ব্যস্ত সময়ে ভিড়ে ভর্তি ব্রিজ ভেঙে পড়ে এক নিমেষে চলে গেল ৬ টি প্রাণ।