শিক্ষা দফতরের একটি নতুন প্রকল্প ‘বাংলার শিক্ষা’ ওয়েব পোর্টাল। এই ওয়েব পোর্টাল বাংলার সব স্কুলগুলিকে একসুতোয় বেঁধে দেবে। এই পোর্টালে প্রত্যন্ত এলাকার স্কুল থেকে নিয়মিত তথ্যের জোগান দিতে শিক্ষা দফতর একটি বেসরকারি ওয়্যারলেস ইন্টারনেট প্রদানকারী সংস্থার উপর ভরসা করেছে। এই সংস্থার সিম কার্ড, রাউটার পৌঁছে যাচ্ছে স্কুলগুলোতে। শিক্ষা দফতর সুত্রে খবর, বাংলার শিক্ষা পোর্টালে নিয়মিত ডেটা আপডেট করবার জন্য এই রাউটার, সিম কার্ড পাঠানো হচ্ছে স্কুলে।
রাজ্যে লাখ খানেক স্কুল। প্রত্যন্ত এলাকায় কম্পিউটারের অভাব থাকলে সেখানে স্মার্টফোনে হাইস্পিড ইন্টারনেটকেই ভরসা করছে দফতর। পোর্টালটি এখনো মাসখানেক ট্রায়াল রানে থাকবে। কোনোরকম সমস্যা হলে তার সংশোধন করেই তবে সাধারণের ব্যবহারের জন্য চালু করা হবে।
শিক্ষাদফতরের মত, বাংলার এত স্কুলে ইন্টারনেট পরিষেবার জন্য যে খরচ তা রেকারিং হিসেবে ধরা হয়। তাই সিম দিয়ে দিলে সেটাকে আর রেকারিং খরচ হিসেবে ধরা হবে না। যদিও এক আধিকারিক মনে করেন, সিম রিচার্জ করার খরচ সরকার দিলে সেটাকে রেকারিং খরচ হিসেবে ধরতে হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আধিকারিকদের প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, বাংলার শিক্ষা যেন ‘বাংলার মুখ’ পোর্টালের মতো না হয়।