আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসেবে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এবার দিল্লী দলের প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করবেন তিনি। এই বিষয়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভের বক্তব্য, “দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভাল লাগছে। জিন্দালদের ও জেএসডব্লিউ গ্রুপকে দীর্ঘদিন চিনি। তাই ওদের উদ্যোগে সামিল হতে পেরে রোমাঞ্চিত। ক্রিকেটারদের সঙ্গে এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি”।
দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল বলেছেন, “বিশ্বক্রিকেটের অন্যতম ধুরন্ধর ক্রিকেটমস্তিষ্ক হল সৌরভ। ভারতীয় ক্রিকেটের আজকের জায়গায় আসার নেপথ্যে রয়েছে সৌরভ। ওঁর আগ্রাসন, ইতিবাচক মানসিকতা ও হাল-না-ছাড়া মনোভাবই আমরা দিল্লী ক্যাপিটালসে আমদানি করতে চাইছি। আইপিএলে দিল্লির সঙ্গে সৌরভ যুক্ত হওয়ায় আমরা গর্বিত। কোনও সন্দেহ নেই যে ওর অভিজ্ঞতা, পরামর্শ ও গাইড করার ক্ষমতায় আমরা উপকৃত হব”।
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন সৌরভ। পরবর্তীকালে পুণে ওয়ারিয়র্সের হয়েও আইপিএলে খেলেন তিনি। সুতরাং এবার মাঠের বাইরে দিল্লি ক্যাপিটালসের প্রধান অস্ত্র হতে চলেছে পন্টিং-সৌরভ জুটি।