নিজের পাড়াতেই খুন হয়েছিলেন সত্যজিত। এখনও চোখের জল শুকায়নি রূপালীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তিনি পা রেখেছেন রাজনীতির মঞ্চে। এবারে রানাঘাট কেন্দ্রে তিনিই প্রার্থী। স্বামীর ছবি এবং মমতার কথা নিয়ে আজ থেকে প্রচার শুর করলেন রূপালী।
খুন হওয়া তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাসের স্ত্রী রূপালি বিশ্বাস রাজনীতির মাঠে একেবারেই আনকোরা।আজ ভোটের প্রচার শুরুর প্রথম দিনেই রানাঘাট লোকসভার নানা এলাকা চষে ফেলছেন তিনি। রূপালি বলছেন, ‘রানাঘাটের মানুষ জানেন আমি কেন ভোটে দাঁড়িয়েছি। তাঁরা আমার পাশে আছেন, এরপর আমাকেও তাঁদের জন্যই দাঁড়াতে হবে।’ সুযোগ আসলে সংসদে তিনি যে মানুষের দাবিদাওয়াই আগে তুলে ধরবেন, তাও জানিয়েছেন তিনি।
বাড়িতে ছোট সন্তানকে রেখে এসেছেন। এখন লক্ষ্য মানুষের দোরে দোরে পৌঁছানো। এলাকার মহিলারাও এগিয়ে আসছেন তাঁকে দেখে। সান্তনা দিচ্ছেন। চোখে এখনও স্বামীহারা শোক। তাঁরই মাঝে উঁকি দিচ্ছে লোকসভার জন্য প্রাণপণ লড়াই। তবুও তাঁকে এগোতেই হবে কারণ তাঁর স্বামীর অসম্পূর্ণ কাজ শেষ করার দায়িত্ব যে তাঁরই।