মাসুদ আজাহারকে ‘বিশ্ব সন্ত্রাসবাদী’ ঘোষণায় ফের বাধা হয়ে দাঁড়াল চিন। গত ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রসঙ্গের নিরাপত্তা পরিসদে আল কায়দা নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটিতে মাসুদ আজাহারকে নিষিদ্ধ করার জন্য একযোগে প্রস্তাব পেশ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এক সদস্য প্রস্তাবটির ওপর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনায় আমরা হতাশ। এই সিদ্ধান্তে ১৪ ফেব্রুয়ারি ২০১৯-এর জঙ্গিহানার দায় নিয়েছে জইশ-ই-মহম্মদের এমন এক ঘোষিত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল পদক্ষেপ করতে বাধা পাবে।’
ভারত, ফ্রান্স, মার্কিনযুক্তরাষ্ট্র-সহ গোটা বিশ্ব এই প্রস্তাবের পক্ষে সায় দিলেও চিন এই নিয়ে চারবার মাসুদকে বাঁচাল। এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে বলেন, “পাক মাটিতে জঙ্গিদের বিরুদ্ধে ইসলামাবাদ যতক্ষণ না কোনও দৃঢ় পদক্ষেপ করতে ততক্ষণ তাদের সঙ্গে কোনও আলোচনায় যাবে না ভারত”।
পাকিস্তান যে জঙ্গী সংগঠনগুলির তরফে কোনো দৃঢ় পদক্ষেপ নেয় না সেই অভিযোগ ছিলই। পুলওয়ামা হামলার পর মাসুদ আজাহারকে ‘বিশ্ব সন্ত্রাসবাদী’ ঘোষণা করতে ফের কোমর বেঁধে নামে ভারত। পৃথিবীর শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মত দেশের সমর্থন আদায় করলেও শেষ পর্যন্ত চিনের বাধায় ফের ব্যর্থ হল ভারতের চেষ্টা।