‘জয় বাবা তারকনাথ’-এর সেই হার না মানা মেয়েটি এখন আর যুবতী নেই। চুলে পাক ধরেছে তাঁর। কিন্তু হার না মানার জেদ এবং মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালবাসাই তাঁকে দীর্ঘ ৫ বছরের সংসদীয় রাজনীতির পথ পেরনোর অনুপ্রেরণা জুগিয়েছে। কী বলছেন তিনি? নিজেরই অন্য একটি ছবির উল্লেখ করে সন্ধ্যা রায় বললেন, এককালের ‘বাঘিনী’র তো মেঘে মেঘে বেলা হয়েছে, নাকি? তারপরেই বললেন, তাই যতটা ছোটা উচিত, ততটা আর পারব কেন? সেজন্যই এবারে আর প্রার্থী হইনি। কিন্তু গত ৫ বছরে মেদিনীপুরের জন্য কাজ করে, আমার কেন্দ্রের মানুষজনের পাশে দাঁড়াতে পেরে এবং তাঁদের ভালবাসা পেয়ে তৃপ্ত। এবার যেন আর ‘জয় বাবা তারকনাথ’ কিংবা ‘বাঘিনী’ ছবির নায়িকা নন, কথা বললেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ সন্ধ্যা রায়।
গত ৫ বছরে কোটার সব টাকাই এলাকার উন্নয়নের জন্য খরচ করতে পেরে খুশি তিনি। নিজেই জানালেন, ৫ বছরে আমার কাজের খতিয়ান দেখে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খুশি। তবে, তিনি এ কথাও কবুল করলেন যে, রাস্তা থেকে ব্রিজ থেকে শৌচালয় থেকে সব কিছু করার জন্য ৫ কোটি টাকাই যথেষ্ট নয়। আমি দাবি জানিয়েছি, ৫ বছরে দশ কোটি টাকা দরকার সাংসদ তহবিলে। তবুও এর মধ্যেই চেষ্টা করেছি। স্কুলে কম্পিউটারের ব্যবস্থা করেছি। এগরাতে আলো বসিয়েছি। তবে কাজ করার তো শেষ নেই। এবার মানস ভুঁইয়া দাঁড়িয়েছেন। যোগ্য লোক। আরও দক্ষ হাতে তিনি উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাবেন।
নিজের কথা বলতে গিয়ে সন্ধ্যা রায় বলেন, অভিনেত্রী হিসেবে আমার যাত্রা শুরু রাজেন তরফদারের ‘গঙ্গা’ ছবিতে। তারপর প্রায় সাড়ে ৪০০ ছবিতে অভিনয় করেছি। আমার অভিনেত্রী জীবন দীর্ঘ ৬০ বছরের। এই এতগুলো বছর ধরে মানুষের ভালবাসা পেয়ে আসছি আমি। তবে রাজনীতিতে এসে, সাংসদ হয়ে মানুষকে আরও নিবিড়ভাবে দেখতে পেয়েছি, চিনতে পেরেছি এবং তাঁদের আরও ভালবাসা পেয়েছি। গত ৫ বছরে যা অর্জন করেছি, যা তৃপ্তি পেয়েছি, তা এক কথায় অতুলনীয়।
এবার কী তাহলে আরও বেশি করে অভিনয় করার সময় পাবেন? এর উত্তরে বংলা ছবির স্বর্ণযুগের অভিনেত্রী বলেন, রাজনীতিতে তো থাকছিই। সাংসদ না হলেও অনেক দায়িত্ব পালন করতে হবে। এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং সাধারণ মানুষের পাশেই থাকব। ফলে সেই কাজেই বেশি সময় দিতে হবে। এরপরেই সন্ধ্যা রায় বলেন, এখন তো আমি যে কোনও ছবিতে অভিনয় করতে পারব না। করবও না। ইদানীং কালে সাহিত্য নিয়ে তেমন ছবিই হয় না বাংলায়। এই পরিণত বয়সে যদি ভাল কনটেন্ট এবং ভাল চরিত্র পাই, তাহলে নিশ্চয়ই অভিনয় করব।