লোকসভা ভোটে বাংলায় খারাপ ফল করবে বিজেপি। এই দেওয়াল লিখন ইতিমধ্যেই পড়ে ফেলেছেন গেরুয়া শিবিরের নেতারা। এমনটাই মনে করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিজেপিকে বিঁধে মমতা বলেন, ‘বিজেপি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে৷ বাংলার মানুষকে অপমান করার চেষ্টা করছে৷ আসলে ওদের মাথা খারাপ হ্যে গেছে। বাংলার মানুষ ব্যালটে এর জবাব দেবে’।
এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে বাংলার সংবাদমাধ্যমের উপর নজরদারিরও দাবি জানান বিজেপির প্রতিনিধিরা৷ গেরুয়া শিবিরের এই অভিযোগেরও তীব্র সমালোচনা করে মমতা বলেন, ‘মিডিয়ার উপরও নজরদারি চালাতে বলেছে বিজেপি৷ শেম শেম শেম! জাতীয় সংবাদমাধ্যমের উপর ওরা নজরদারি চালায়, তা বলে বাংলাতেও এমন করবে৷ বিজেপি বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে’৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিজেপি যে প্রশ্ন তুলেছে, এদিন কড়া ভাষায় তার জবাব দেন মমতা। তিনি বলেন, ‘বাংলা দেশের সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্য৷ এখানে সমস্ত উৎসব শান্তিতে পালিত হয়৷ এখানে আইন-শৃঙ্খলার কোনও ইস্যু নেই’৷ বিজেপিকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, ‘চোরের মায়ের বড় গলা৷ গোরক্ষার নামে কত লোক খুন হয়েছে’? রাজ্যে অঘোষিত জরুরী-অবস্থা চলছে বলেও অভিযোগ করেন মমতা।
রাজ্যের সব বুথকে স্পর্শকাতর করতে বিজেপির দাবিরও সমালোচনা করেন মমতা। তিনি বলেন, ‘কেরলে প্রায় প্রতিদিন রাজনৈতিক খুন হচ্ছে৷ কিন্তু সেখানে এক দফায় ভোট হচ্ছে৷ ত্রিপুরায় ৯৯ শতাংশ আসনে গত নির্বাচনে ভোট হয়নি৷ তখন স্পর্ষকাতর ঘোষণার কেন দাবি জানানো হয়নি? আসলে এসব বলে বাংলার মানুষকে অপমান করছে বিজেপি। মোদী-শাহ জুটির বিরুদ্ধে তৃণমূল লড়ছে বলেই বাংলার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে ওরা’। এবার রাজ্যে সাত দফায় ভোট৷ মমতা বলেন, ‘সাতে সাত বিজেপি কুপোকাত৷’
