কলকাতার নিউ টাউন ও রাজারহাট সংলগ্ন ভাঙড়ের এলাকা নতুন রূপে সাজছে। ভাঙড়ের সাব-স্টেশন সংলগ্ন মাছিভাঙা, খামারাইট, বকডোবা, নতুনহাট প্রভৃতি গ্রাম এখন আলো ঝলমলে। এই মুহূর্তে ভাঙড়ের বিদ্যুৎ সাব-স্টেশনের ভিতর কাজ প্রায় শেষ। বাইরের কাজও শেষ লগ্নে। ৪০০/২২০ কেভি রাজারহাট-ভাঙড় সাব-স্টেশনে বিদ্যুতের আদানপ্রদান শুরু হয়ে গেছে। সূত্রের খবর অনুযায়ী, একটি পয়েন্ট দিয়ে বিদ্যুতের আদানপ্রদান চলছে। তবে সাব-স্টেশন থেকে নতুনহাট বাজার পর্যন্ত ভূগর্ভস্থ তার টানার কাজ কিছুটা বাকি থাকার দরুন পুরোদমে কাজ হচ্ছে না। এই কাজ শেষ হলেই সাব-স্টেশনের বাইরের কাজ শেষ হবে বলে জানা গেছে।
ভাঙড়–২ পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ জানান, “বিদ্যাধরী নদীর দিক থেকে সাব-স্টেশন পর্যন্ত সব ক’টা হাইটেনশন লাইনের তার টানার কাজ শেষ হয়ে গেছে। সাব-স্টেশন থেকে ভূগর্ভস্থ লাইন টানার কাজও প্রায় শেষ লগ্নে। এই কাজ শেষ হলেই সাব–স্টেশনের বাইরের কাজ সম্পূর্ণ হবে। এখন নির্বিঘ্নেই কাজ চলছে। গ্রামবাসীরাও সহযোগিতা করছেন”। মাছিভাঙা ও খামারাইট গ্রামে রাস্তায় আলো লাগানো হয়েছে। ওই গ্রামে ঢালাই রাস্তা তৈরি হয়ে গেছে। হাড়োয়া রোডেও রাস্তায় আলো লাগানো হয়েছে। খামারাইট মোড় থেকে স্কুল পর্যন্ত পিচের রাস্তা তৈরি করা হয়েছে।