হীরে ব্যবসায়ী নীরব মোদী নিজের ও তাঁর পরিবারের অ্যাকাউন্টে নিঃশব্দে সরিয়েছেন ৯৩৪ কোটি টাকা। মুম্বাইয়ের বিশেষ আদালতে ইডি নীরবের বিরুদ্ধে চার্জশিট পেশ করে এই তথ্যই দিয়েছে।
ইডি জানিয়েছে, গতবছর পেশ করা প্রথম চার্জশিটে নীরবের স্ত্রী অ্যামি মোদীর নাম ছিল না। কিন্তু এবার তাঁর বিরুদ্ধেও কিছু তথ্য প্রমাণ মিলেছে। এই লুঠে নীরব ছাড়াও প্রধান অভিযুক্ত হিসেবে নাম আছে তাঁর বোন পূর্বী মোদী, বাবা দীপক মোদী ও ভাই নিশল মোদী। চার্জশিটে ইডি জানিয়েছে, দেশ ছেড়ে যাবার পরও নীরব মোদী নিজের অ্যাকাউন্টে সরিয়েছেন ৫৬০ কোটি টাকা। স্ত্রীর অ্যাকাউন্টে সরিয়েছেন ২০০ কোটি টাকা। বাবা দীপকের অ্যাকাউন্টে সরিয়েছেন ১৭৪ কোটি টাকা। দেশ ছাড়ার সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১৩ হাজার কোটি টাকার ঋণ নিয়েছিলেন। এর টাকার ৯১ শতাংশ কোথায় কীভাবে আছে তার হদিস পাওয়া গিয়েছে।
এদিকে নীরব মোদীকে ধরার ব্যাপারে ভারত আগ্রহ দেখাচ্ছে না বলে বার বার সম্প্রচার চালাচ্ছে এনডিটিভি। চ্যানেল সূত্রে খবর, ব্রিটিশ সরকার নীরবের ব্যাপারে ভারতের কাছে তথ্য চেয়েছিল। কিন্তু ভারত কোনো আগ্রহ দেখায়নি। এই চ্যানেলের দাবি খারিজ করে বিদেশমন্ত্রক জানিয়েছে, গত বছর আগস্টে মধ্যে ব্রিটেনের কাছে নীরবের প্রত্যার্পণের দু’টি অনুরোধ যায়, একটি ইডি-র পক্ষ থেকে একটি সিবিআই-র পক্ষ থেকে। ব্রিটেনের তরফে নথি চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে বিদেশমন্ত্রক।