রবিবার রাজস্থানের জয়সলমীরের থেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থার এজেন্ট সন্দেহে একব্যক্তিকে গ্রেফতার করল ভারত। ধৃত বছর ৩৬-এর নবাব খান ওরফে নাবিয়া পাকিস্তানের আইএসআই-এর এজেন্ট এমনটাই ধারণা গোয়েন্দা পুলিশের। ওই ব্যক্তির জয়সলমীরের গঙ্গা সেটলমেন্ট এলাকায় বাড়ি। তাঁর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগ উঠেছে। সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে খবর দেওয়া-নেওয়া চলত মূলত ফোনে। সাংকেতিক ভাষায়ও কথা হত তবে বেশি ব্যবহার করা হত হোয়াটস অ্যাপ ও ভয়েস কল। এই কাজের বদলে মোটা টাকা পেত নবাব। ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তাঁকে টাকা পাঠান হত।
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। রাজস্থানের এডিজি (গোয়েন্দা) উমেশ মিশ্র জানিয়েছেন, “ধর্মীয় কারণে মা-বাবার সঙ্গে পাকিস্তানে গিয়েছিল নবাব। সেখানে তাঁর এক আত্মীয় তাঁকে আইএসআই-এর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে। পাকিস্তানের একটি হোটেলে সেদেশের গুপ্তচর সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় নবাবের। তার পর সে পাকিস্তানেই ছিল। সেখানে ২২ দিন ধরে তাঁকে প্রশিক্ষণও দেয় আইএসআই”। প্রশিক্ষণ শেষে জয়সলমীর ফিরে আসে। গত এক বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর গোপন খবর পাচার করত পাকিস্তান সীমান্তে। বিশেষ করে পুলওয়ামার জঙ্গী হামলার পর আরও বেশি তথ্য চাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তাঁর উপর নজর রাখা শুরু হয়। তারপর এ বিষয়ে নিশ্চিত হয়ে রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। তার একটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে।