রবিবারই ভোট ঘোষণা হয়ে গেছে। প্রকাশ পেয়েছে গোটা দেশের নির্বাচনী নির্ঘণ্ট। অথচ আসামের ৪০ লাখ মানুষের নামই নেই এনআরসি-র খসড়া তালিকায়। তাঁরা কি ভোট দিতে পারবেন? হ্যাঁ পারবেন। আসামের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)–র খসড়া তালিকায় নাম না থাকলেও ভোট দিতে পারবেন রাজ্যের বাসিন্দারা। সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, এই বিষয়টি নিয়ে জল গড়িয়েছে সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত এবং সঞ্জীব খান্নার বেঞ্চে কমিশনের কাছে জানতে চায়, যদি দেখা যায় একজনের নাম এনআরসির চূড়ান্ত তালিকায় নেই কিন্তু ভোটার তালিকায় আছে তাঁদের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে? তাঁরা কি আদৌ ভোট দিতে পারবেন?
কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম থাকলে ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না কেউ। মামলার পরবর্তী শুনানি ২৮ মার্চ। সেদিন ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের ভোটার তালিকা পর্যালোচনা করে বাদ যাওয়া এবং নতুন নামের যাবতীয় তথ্য কমিশনকে জমা করার নির্দেশ দিয়েছে আদালত। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৩১ জুলাই।
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আসামের বাসিন্দা গোপাল শেঠ এবং সুশান্ত সেন। কমিশনের তরফে আইনজীবী বিকাশ সিং বলেন, গত তিন বছরে ভোটার তালিকায় এঁদের নাম দেখা যাচ্ছে। কোনও পরিবর্তন হয়নি। তাই তাঁদের আবেদনে নজর দেওয়ারই দরকার নেই।