মহেন্দ্র সিংহ ধোনিকে ছাড়া বিশ্বকাপে ভারতীয় দলকে ভাবাই যায় না, এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার ক্রিকেটমহলের কিংবদন্তি শেন ওয়ার্ন। লেগ স্পিনার শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তিনি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সেখানেই তিনি এই কথা জানান। সেই অনুষ্ঠানেই প্রাক্তন ক্রিকেট তারকা বলেছেন, “বিরাট কোহালি দুর্দান্ত লিডার। কিন্তু, কোহালি যখনই চাপে পড়েছে, তখনই দেখা গিয়েছে ধোনি এগিয়ে গিয়ে ওকে সাহায্য করেছে। একটা দল যখন ঠিকঠাক এগোয়, তখন সেই দলের নেতার কাজটা সহজ হয়ে যায়। কিন্তু, পরিস্থিতি যখন কঠিন, তখন ধোনির মতো অভিজ্ঞতার দরকার”।
ধোনির সমালোচকদের উদ্দেশ্যে ওয়ার্ন জানিয়েছেন, “ধোনি গ্রেট প্লেয়ার। বিশ্বকাপে ভারতের দরকার ওকে। ধোনির অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কোহালিকেও সাহায্য করবে”। ধোনির ক্ষমতা নিয়ে যারা প্রশ্ন তোলেন তাঁদের ক্রিকেটের জ্ঞ্যান ঠিক কতটা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। যে কোনও ম্যাচে মাহি ব্যর্থ হলেই নিন্দুকদের সমালোচনা শুনতে হয় তাঁকে। তাই এবার ধোনির পাশে ধোনির হয়ে ব্যাট ধরলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।