খবর আগেই ছিল যে চলতি মাসেই মোদীর রাজ্য থেকে কংগ্রেসে যোগ দিতে পারেন পতিদার নেতা হার্দিক প্যাটেল। হলও তাই। গুজরাটের আমেদাবাদে মঙ্গলবার বসেছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। আজ সেখানেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন হার্দিক।
প্রসঙ্গত, ১৯৩০ সালের এই দিনই গুজরাটের সবরমতি আশ্রম থেকে ঐতিহাসিক ডান্ডি যাত্রা শুরু করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। আজ সেকথা উল্লেখ করে হার্দিক বলেন, ‘আমি এমন একটা দলে যোগ দিলাম যেটা পূর্বে সুভাষচন্দ্র বসু, পন্ডিত নেহরু, সর্দার প্যাটেল, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী নেতৃত্ব দিয়েছিলেন, যাঁরা দেশকে শক্ত করে গড়তে কাজ করেছেন।’
ইতিহাস প্রসিদ্ধ রাষ্ট্রনায়কদের দেখানো পথে হেঁটেই কংগ্রেসে যোগ দিয়ে দেশের হয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন হার্দিক। এমনকি জামনগর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। এখন ওই কেন্দ্রের সাংসদ বিজেপির পুনমবেন। হার্দিককে দলে টেনে গুজরাটের অনগ্রসর শ্রেণির ভোট নিজেদের পক্ষে টানতে চাইছে কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপিকে বেকায়দায় ফেলতে এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড়েই শক্তি বৃদ্ধি করে বার্তা দিল কংগ্রেস।