বাংলার হাল ধরার পর থেকেই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও এগিয়ে নিয়ে জেতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁদের জন্যে ২টি কর্মসংস্থানমুখী প্রকল্পের সূচনা করলেন মমতা।
আত্মমর্যাদা এবং আত্মসম্মান নামের দুটি প্রকল্প এনেছেন মমতা। যেগুলি স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরের কর্মসংস্থানে প্রভূত সহায়তা করবে। এই প্রকল্প দুটি মূলত স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের দুটি ভাগ। আত্মমর্যাদা প্রকল্পটি ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় এমন যে কোনও একক উদ্যোগের জন্য এবং আত্মসম্মান ২৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় এমন যে কোনও একক উদ্যোগের জন্য।
এই বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম বা স্থানীয় ব্লক, মিউনিসিপ্যালিটি, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের জেলা আধিকারিক, সুপারভাইজার বা প্রকল্প সহায়কের সঙ্গে। এই প্রকল্পের দ্বারা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর ভর্তুকি প্রদানের মাধ্যমে কম সুদের হারে ব্যাঙ্ক ঋণ দিয়ে রোজগারের সুযোগ করে দিচ্ছে।
নিয়মিত ব্যাঙ্কের ঋণ পরিশোধ করলে এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীগুলির নেওয়া ব্যাঙ্ক ঋণের ওপর স্বনির্ভর গোষ্ঠীকে দিতে হবে মাত্র ২% হারে সুদ। সুদ-ভর্তুকির অংশ সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্কের খাতায় জমা হবে।