জম্মু-কাশ্মীরে জঙ্গী হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যুতে ব্যথিত গোটা দেশ। এই ঘটনার জেরে দিল্লি ক্রিকেট সংস্থা বিরাট কোহালির সংবর্ধনা বাতিল করল। দিল্লীর তিনজন ক্রিকেটারকে এই সংবর্ধনা দেবার কথা ভাবা হয়েছিল। বুধবার দিল্লীতে ভারত বনাম অস্ট্রেলিয়ার শেষ এক দিনের ম্যাচ। এই ম্যাচের আগেই ক্রিকেটারদের সম্মান জানানোর কথা ছিল। এই তিন ক্রিকেটার হলেন বিরাট কোহালি, বীরেন্দ্র সহবাগ এবং গৌতম গম্ভীর। সোমবার জানিয়ে দেওয়া হয়েছে, এই সংবর্ধনা অনুষ্ঠান করা হচ্ছে না।
দিল্লি ক্রিকেট সংস্থা জানিয়েছে, মৃতদের জন্য দশ লক্ষ টাকা করে দেবে। এই সংস্থার প্রধান রজত শর্মা বলেছেন, “এই তিন ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু সেটা এখন করা হচ্ছে না। ভারতীয় বোর্ডও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে”। ফিরোজ শা কোটলা ম্যাচের নব্বই শতাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হওয়ার পরে তিনি খেলতে আসছেন নিজের শহরে। দিল্লীর ক্রিকেটপ্রেমীদের কাছে নিঃসন্দেহে একটা বড় পাওনা।