আগামী কাল অর্থাৎ মঙ্গলবারই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। সোমবার নবান্ন থেকে বেরনোর সময় এই খবর জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি বলেন, ‘আগামী কাল দুপুর একটা পনেরো থেকে আমাদের স্টিয়ারিং কমিটির মিটিং রয়েছে। জেলা সভাপতিরাও আসবেন। তারপরই সাড়ে তিনটের সময় সাংবাদিক সম্মেলন করে মা-মাটি-মানুষের আশীর্বাদ নিয়ে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব।’
প্রথমে শোনা যাচ্ছিল তৃণমূলের তরফে বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। কিন্তু নির্বাচনী কমিটির এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করার পর যেহেতু তালিকা আর গোপন রাখা যাবে না তাই আগামী কালই প্রার্থীদের নাম ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। এই বিষয়ে সোমবার খনার বচন উল্লেখ করে মমতা বলেন, ‘মঙ্গলে ঊষা, বুধে পা’। অর্থাৎ মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বুধবার থেকেই সারা রাজ্যে ভোট যুদ্ধে নেমে পড়বে তৃণমূল।
এদিন প্রার্থী তালিকা ঘোষণার দিন জানানোর সঙ্গে বাংলায় ৭ দফায় ভোট নিয়েও মুখ খোলেন মমতা। তিনি বলেন, ‘যা হয়েছে তা বিজেপির গেম প্ল্যান। বাংলাকে ডিসটার্ব করা বিজেপির প্ল্যান। কিন্তু আমি খুব খুশি। ওরা এর ফল পাবে। আমরা ৪২টায় ৪২টাই জিতব।’ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘বিজেপি মনে করে বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে। কিছু বোঝে না। বাংলার মানুষ যে কত বুদ্ধিমান তা তারা আগে অনেকবার বুঝিয়েছে। এবারের নির্বাচনেও বোঝাবে।’
